কংগ্রেস নেতা সলমন খুরশিদ শুক্রবার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের প্রশংসা করলেন। তিনি বলেন, এই পদক্ষেপের ফলে এই অঞ্চলে সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ভারতের বাকি অংশ থেকে জম্মু ও কাশ্মীর পৃথক একটি অঞ্চল ছিল বলে ধারণা করা হত একটা সময়। ২০১৯ সালে অনুচ্ছেদটি বাতিল করার ফলে সেই ধারণার অবসান ঘটেছে।
ইন্দোনেশিয়ায় কূটনৈতিক সফরের সময় খুরশিদ সর্বদলীয় ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে ইন্দোনেশিয়ার থিঙ্ক ট্যাঙ্ক এবং অ্যাকাডেমিয়ার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, ৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল, তা বিচ্ছিন্নতার অনুভূতি জাগিয়ে তুলেছিল, যা একটি বড় সমস্যা ছিল।সলমন খুরশিদ বলেন, কাশ্মীর দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা ছিল বিচ্ছিনতাবাদ। এর বেশিরভাগই সংবিধানের ৩৭০ নামে একটি অনুচ্ছেদের ফলে। এটা এমন একটি ধারণা দিত যে জম্মু ও কাশ্মীর দেশের বাকি অংশ থেকে আলাদা। কিন্তু ৩৭০ ধারা বাতিল করায় শেষ পর্যন্ত তার অবসান ঘটানো হয়।

সলমন খুরশিদ বলেন, ‘৩৭০ ধারা বাতিল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে ৬৫% ভোটার উপস্থিতি ছিল।’ জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে একটি নির্বাচিত সরকার গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘৬৫ শতাংশ ভোট নিয়ে একটি নির্বাচন হয়েছে। কাশ্মীরে আজ নির্বাচিত সরকার রয়েছে। কাশ্মীরে যা ঘটেছে, যে সমৃদ্ধি এসেছে, তা যদি মানুষ মুছে ফেলতে চায়, তাহলে তা বাঞ্ছনীয় হবে না।’