মুসলিম হয়েও কেন এত হিন্দু বন্ধু? 

Spread the love

ধর্ম নিয়ে কুরুচিকর আক্রমণ কোনো নতুন নয়। প্রায় প্রতিটি উৎসবেই যার শিকার হন টলিউডের নামি নায়িকা নুসরত জাহান। তা সে তিনি ইদ উদযাপন করুন বা ক্রিসমাস কিংবা দীপাবলি। এবার হিন্দু বন্ধু রাখায় কটাক্ষ করা হয় ইউটিউবার-অভিনেতা রিয়াজ লস্করকে। যদিও ব্যাপারটা নজরে আসতে, চুপ থাকেনি রিয়াজও। বরং, ট্রোলারকে দিয়েছেন বন্ধুত্বের পাঠ।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে এক নেটিজেন রিয়াজের একটি পোস্টে মন্তব্য করেন, ‘রিয়াজ, আমি তোমাকে দীর্ঘদিন ধরে চিনি। কিন্তু সত্যি কথাটা বলতে দ্বিধা নেই, তুমি আজকাল যেভাবে হিন্দুদের সঙ্গে মিশছ, তাদের আচার-আচরণ অনুসরণ করছ, যেন নিজের পরিচয়টা ভুলে গেছ। নিজের বিশ্বাস ও পরিচয়ের মর্যাদা রক্ষা করা, প্রত্যেক মানুষের দায়িত্ব। মনে রেখো একদিন সবাইকে মরতে হবে, আর নিজের সত্তার কাছে জবাবদিহি করতে হবে।’

আর এই কমেন্টের স্ক্রিনশট শেয়ার করে রিয়াজ লিখলেন, ‘আমি কোনোদিন ধর্ম দেখে বন্ধুত্ব করিনি। আমি মনে করি, একজন পজিটিভ এবং ভালো আত্মা, ভালো বন্ধু হওয়ার জন্য যথেষ্ট।’ রিয়াজ আরও লেখেন, ‘আমার ধর্ম আমার কাছে, তাদের ধর্ম তাদের কাছে। বন্ধুত্বের মধ্যে ধর্ম কেন দেখব? আর আমি নিজের কতটা লিমিট, সেটা জানি।’

রিয়াজ ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি, নিজের দৈনন্দিন জীবন ভ্লগের মাধ্যমে তুলে ধরেন ইউটিউব চ্যানেলে। যেখান থেকে হামেশাই দেখা যায়, শুক্রবারে নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন তিনি। এছাড়া বাড়িতে ইদ পালনের ভিডিয়োও শেয়ার করে থাকেন। এমনকী, রিয়াজের বাড়ির ইদে একেবারে কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া করে তাঁর দুই বন্ধু সায়ক চক্রবর্তী ও সুকান্ত কুণ্ডু। তাই এহেন আক্রমণ সত্যিই বাঞ্ছনীয় নয়।

কাজের সূত্রে, রিয়াজকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে। সেখানে তিনি মল্লার নামক একটি চরিত্রে অভিনয় করছেন। এর আগে গাঁটছড়া ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল, রিয়াজের অভিনয় কেরিয়ার। মাঝে বউ চুরি নামে একটি ধারাবাহিকেও কাজ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *