মূত্র দিয়ে চোখ ধুলেন মহিলা! এতেই নাকি উপকার

Spread the love

চোখ ধোয়ার জন্য মূত্রই নাকি সেরা! সম্প্রতি এক লাইফ কোচকে এমন কথাই বলতে শোনা গেল এক ভিডিয়োতে। ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এনডিটিভির খবর অনুযায়ী, ওই মহিলার দাবি, চোখের স্বাস্থ্য ভালো রাখতে হলে ও চোখ ঠিকমতো পরিস্কার করতে হলে মূত্রই নাকি সেরা তরল। মূত্র দিয়ে চোখ খুব ভালো পরিস্কার করা যায়! পাশাপাশি তিনি দাবি করেছেন, এর একটি পোশাকি নামও রয়েছে। যা হল ‘ইউরিন আই ওয়াশ’।

বর্তমানে ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে দেওয়া ওই ভিডিয়োতে নুপুর নামের ওই মহিলা পাঁচটি ধাপে মূত্র দিয়ে নিজের চোখ সাফ করার পদ্ধতি জানিয়েছিলেন। তাঁর কথায়, মূত্রটি একটি গ্লাসে প্রথমে সংগ্রহ করতে হবে। এর পর সেই গ্লাস থেকে অল্প অল্প করে ঢালতে হবে চোখের উপর। এই সময় চোখ বারবার খুলতে ও বন্ধ করতে হবে। পাঁচ মিনিট পর চোখ ধুয়ে নিয়ে একটি তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। তাহলেই নাকি পরিস্কার হয়ে যাবে চোখ।

ভিডিয়ো সোশাল মিডিয়াতে পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়। দ্রুত সেই পোস্ট ছড়িয়ে পড়়তে শুরু করে। কিন্তু নেটিজেনদের অনেকেই ভালোভাবে নেননি এই ধরনের টোটকা। বরং এতে যে স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে, সে কথাও কমেন্টে অনেকে জানিয়েছেন। পাশাপাশি একাধিক ডাক্তারও এই ভিডিয়োর সমালোচনা করেন। তাদের কথায়, এই ধরনের টোটকায় উপকারের বদলে ক্ষতি হতে পারে স্বাস্থ্যের।

পরেশ রাওয়ালের টোটকা

সম্প্রতি নিজের মূত্র খেয়ে হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে রাখেন বলে জানিয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। তাঁর কথায়, ওটি খেয়েই নাকি তাঁর হাঁটু এখন সুস্থ রয়েছে। এক সাক্ষাৎকারে এই কথা বলার পর অবশ্য বিতর্কের ঝড় ওঠে। কোনও বৈজ্ঞানিক ভিত্তি না থাকায় এই কাজটি করতে বারণ করেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *