মৃত্যুমুখ থেকে ফিরলেন রুবিনা দিলায়েকের বাবা-বোন

Spread the love

বিগ বস খ্যাত এবং টিভি অভিনেত্রী রুবিনা দিলায়েকের বোনও আজকাল কম খ্যাত নন। শুরু করেছেন ভ্লগিং। রুবিনা ও জ্যোতিকা দুজনেই হিমাচলের মেয়ে। সেখানেই জন্ম, কাজের বাইে লম্বা সময়ও কাটান সেখানেই। তবে এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একটি বড় দুর্ঘটনার খবর।

রুবিনার ছোট বোন জ্যোতিকা দিলায়েক এবং তাঁর বাবা সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। রুবিনার বোন নিজেই ভক্তদের সঙ্গে এই তথ্য শেয়ার করে নিয়েছেন। রুবিনা দিলায়েকের বোন জ্যোতিকা, যিনি পেশায় একজন ইউটিউবার, সম্প্রতি ভ্লগে উল্লেখ করেছেন, স্বামী রজত ও বাবার সঙ্গে চণ্ডীগড় থেকে সিমলা যাচ্ছিলেন তিনি।

এই সময় পথমধ্যে তাঁদের গাড়িতে পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ ক্ষতি হয় গাড়ির। এমনকী, ডিকিও খুলছে না। যদিও প্রতিটি যাত্রী সুরক্ষিত আছেন বলেই জানান রুবিনার বোন।

জ্যোতিকা তাঁর ভ্লগে আরও বলেন যে, সেই রুটে কাজ চলছিল এবং প্রচুর কাদাও ছিল রাস্তাতে। জানান, তিনি এবং তার বাবা ও স্বামী সম্পূর্ণ সুস্থ আছেন। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

আপনাদের জানিয়ে রাখি, জ্যোতিকা সম্প্রতি থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন। তিনি এই সফর সেরে বাড়ি ফিরছিলেন। একই সময়ে, তার বাবা, যিনি হিমাচলে আপেল চাষ করেন, আপেল বিক্রি করে ফিরছিলেন। এমন পরিস্থিতিতে সবাই একই গাড়িতে চন্ডিগড় থেকে সিমলা যাচ্ছিলেন। তখনই তাঁদের গাড়িতে পিছন থেকে ধাক্কা লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *