মৃত্যু হুমকি!এক বিয়েবাড়িতে সলমন

Spread the love

অভিনেতা সলমন খান শনিবার মুম্বইয়ে এক বন্ধুর বিয়েতে হাজির হন আচমকাই। আর স্বাভাবিকভাবেই সুপারস্টারকে দেখে সবার চোখ ওঠে কপালে। এমনকী, সলমনের সঙ্গে একটু কথা বলার জন্যও বিয়েবাড়িতে পড়ে যায় হুলুস্থূল। অনুষ্ঠানে অভিনেতার বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

কড়া নিরাপত্তায় মুম্বইয়ের বিয়ে বাড়িতে সলমন

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে বেশ কয়েকবার মৃত্যু-হুমকি পাওয়া অভিনেতাকে মুম্বই পুলিশ বর্তমান ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিয়েছে। আর তা নিয়েও বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন দাবাং খান।

ছবি তুললেন, পরিবারের সঙ্গে কথা বললেন সলমন

অনুষ্ঠানে সলমনকে বর-কনেকে বিয়ের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। সলমনকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথোপকথন করতে এবং হাসতে দেখা গিয়েছে। অনুষ্ঠানবাড়িতে প্রচুর অতিথিকে দেখা গেল, সলমনের সঙ্গে কথোপকথনের চেষ্টা করতে। অনুষ্ঠানে সলমনের পরনে ছিল নীল শার্ট, ধূসর রঙের জ্যাকেট, ম্যাচিং প্যান্ট ও জুতো।

সলমনের ভাই সোহেল খানও ছেলে নির্বাণ খানকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এই উপলক্ষে সোহেল বেছে নিয়েছিলেন কালো টি-শার্ট ও ডেনিম। কালো টি-শার্ট, মেরুন জ্যাকেট ও ডেনিমে দেখা গেল নির্বাণকে। বিয়েতে পৌঁছে বর-কনেকে শুভেচ্ছা জানান তাঁরা। বিয়েতে উপস্থিত ছিলেন সুরজ পাঞ্চোলি, উর্বশী ঢোলাকিয়া এবং ঋদ্ধিমা পণ্ডিত।

সলমনকে সর্বশেষ সিকন্দর সিনেমাতে রশ্মিকা মন্দানার বিপরীতে দেখা গিয়েছিল। এ আর মুরুগাদোস পরিচালিত ছবিটি ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি প্রযোজনা করেন সাজিদ নাদিয়াদওয়ালা, তাঁর প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট থেকে। ছবিতে আরও অভিনয় করেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন যোশী, প্রতীক বব্বর, অঞ্জিনী ধাওয়ান এবং যতীন সরনা।

সিকান্দার বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। শনিবার নেটফ্লিক্স ইন্ডিয়া তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিকন্দরের একটি পোস্টার শেয়ার করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা শুনতে পেয়েছি যে আপনারা অনেকেই সিকন্দরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? সিকান্দার এখানে নেটফ্লিক্সে রাজত্ব করতে প্রস্তুত।’ নেটফ্লিক্সে ২৫ মে থেকে স্ট্রিমিং হবে সিকন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *