মেঘালয়ের হানিমুনে ফেরার টিকিট কাটা ছিল না

Spread the love

মেঘালয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ দম্পতির মধ্যে স্বামী রাজা রঘুবংশীর দেহ সদ্য উদ্ধার হয়েছে। গত ২ জুন, দেহ উদ্ধার হতেই তাঁর স্ত্রী সোনমের খোঁজে তদন্ত জোরদার করে পুলিশ। এরপরই উত্তর প্রদেশে গ্রেফতার হন রাজার স্ত্রী সোনম সহ ৪ জন। অভিযোগ ওঠে, রাজ কুশওয়াহা নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল সোনমের। সেই রাজ কুশওয়াহার সঙ্গে মিলেই সোনম, ৩ কন্ট্রাক্ট কিলারকে কাজে লাগিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করেন বলে অভিযোগ। গোটা ঘটনা ঘিরে বেশ কিছু তথ্য ঘিরে চাঞ্চল্য দেখা যাচ্ছে। তার থেকেও বেশি হাড়হিম করা তথ্য উঠে এসেছে রাজার অটোপসি রিপোর্ট ঘিরে।

রাজার অটোপসি রিপোর্টে কী বলা হয়েছে?

মেঘালয়ের পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের তরফে হার্বার্ট খারকোনগর বলছেন, রাজার অটোপসি রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর মাথায় দুটি মারণ আঘাতের চিহ্ন রয়েছে। কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে মারা হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি বলছেন,’ময়নাতদন্তে বলা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে দুটি মাথায় আঘাতের চিহ্ন।’ মেঘালয়ের সোহরার পূর্ব খাসি পাহাড় থেকে গত ২২ জুন নিখোঁজ হন রাজা ও সোনম। তাঁরা সেখানে হানিমুনে গিয়েছিলেন বলে খবর। এরপর রাজার দেহ উদ্ধার হয়। পুলিশ বলছে,’এটি ওই অঞ্চলে কোনও দা ব্যবহার হয় না। এর ফলে আমাদের সন্দেহ হয় যে ওই অঞ্চলের বাইরের কেউ এতে জড়িত।’ এরপরই তদন্ত যত এগিয়েছে ততই সোনমকে ঘিরে খোঁজ জোরদার হয়েছে। উত্তরপ্রদেশে শেষমেশ পুলিশের কাছে সোনম ধরা দেন বলে খবর।

রাজের সঙ্গে সোনমের সম্পর্ক:-

এদিকে, মধ্যপ্রদেশের ইন্দোর পুলিশ বলছে, রাজের সঙ্গে সোনমের সম্পর্ক ছিল আগে, ২৫ বছরের সোনমের সঙ্গে ২১ বছরের রাজের সম্পর্ক গড়ে ওঠে সোনমদের প্লাইউড ফ্যাক্টরিতে। সেখানে অ্যাসিসটেন্টের কাজ করতেন রাজ। পরিবারে বিয়ের কথা বলা হলে, পরিবার বিরোধিতা করে। এরপর রাজা রঘুবংশীর সঙ্গে সোনমের বিয়ে ঠিক হয়। রাজার মা বলছেন,’বাগদানের পর থেকে সোনম সেভাবে রাজার সঙ্গে কথা বলতেন না। সেবিষয়ে সোনমকে বলা হলে, সোনম বলেন, তিনি ফ্যাক্টরির কাজে ব্যস্ত ছিলেন। তিনি রাজার সঙ্গে কথা বলবেন।’ এদিকে, রাজ ততক্ষণে সোনমদের বাড়ি থেকে দূরের জায়গায় বসবাস করতে থাকেন। অন্যদিকে, হয় সোনমের সঙ্গে রাজার বিয়ে।

গয়না নিয়ে হানিমুনে:-

নিহত রাজার মা বলছেন,’ আমার ছেলে আমাকে বলল যে সোনম হানিমুনের জন্য জোর করছে। সে আমাকে বলল যে সে এখনও রিটার্ন টিকিট বুক করেনি এবং ছয় থেকে সাত দিনের মধ্যে ফিরে আসবে। এমনকি সে হানিমুনে সমস্ত গয়না সাথে করে নিয়ে যাওয়ার জন্যও জোর দিয়েছে। রাজার ফোন ২৩শে মে থেকে বন্ধ ছিল এবং সোনম শেষবারের মতো আমার সাথে ২৪শে মে কথা বলেছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *