‘মেঘালয়ে রাজাকে খুন, দাঁড়িয়ে দেখেছিল সোনম’

Spread the love

রাজা রঘুবংশীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তার দেহ মিলেছে মেঘালয়ের খাদে। তদন্ত যত এগোচ্ছে ততই ঘটনার নানা দিক সামনে আসছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মেঘালয়ের উপমুখ্য়মন্ত্রী প্রিস্টোন টিনসং জানিয়েছেন, কয়েকজন অভিযুক্ত রাজা রঘুবংশীকে খুনের ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। আর সোনম রঘুবংশী (রাজার স্ত্রী) পুরোপুরি যুক্ত এই ঘটনার সঙ্গে।

রাজা রঘুবংশীকে খুনের ঘটনার মূল ১০টি আপডেট জেনে নিন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।

১) চার মূল অভিযুক্ত আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান, রাজ সিং কুশওয়া, আনন্দ কুর্মি এই অপরাধের কথা স্বীকার করেছে। এসিপি, ইন্দোর ক্রাইম ব্রাঞ্চ পুনমচাঁদ যাদব জানিয়েছেন, সেদিন সারাদিন যে জামাকাপড় পরেছিল সে( বিশাল চৌহান) , সেটা উদ্ধার করা হয়েছে। তারা স্বীকার করে নিয়েছে যে এই অপরাধের ঘটনার সঙ্গে তারা যুক্ত। আমরা তার মোবাইলটা খুঁজছি। তিনি আগেই এটা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন।

২) ইন্দোর ক্রাইম ব্রাঞ্চ ও শিলং পুলিশ বিশাল চৌহানের বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই অপারাধের দিন যে পোশাক পরেছিল সেটা উদ্ধার করা হয়েছে।

৩) এসিপি, ইন্দোর ক্রাইম ব্রাঞ্চ পুনমচাঁদ যাদব ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছেন, খুনের কথা শুধু যে স্বীকার করেছে অভিযুক্তরা সেটাই নয়, তারা এটাও স্বীকার করে নিয়েছে রাজার স্ত্রী সোনম ঘটনার সময় হাজির ছিল। তারা স্বামীকে যে খুন করা হচ্ছে সেটা পুরো দেখেছিল সোনম।

৪) এমনকী সোনম রাজাকে খুন করতে এতটাই বদ্ধপরিকর ছিল যে ভাড়া করা দুষ্কৃতীরা না পারলে সোনম চেয়েছিল নিজেই রাজাকে ঠেলে খাদ থেকে ফেলে দেবে।

৫) বুধবার চার অভিযুক্তকে শিলংয়ে নিয়ে আসা হয়েছে। সোনমকে শিলং সদর থানায় রাখা হয়েছে।

৬) রাজাকে খুনের ঘটনায় এক অভিযুক্তকে কষে থাপ্পড় মারা হয়েছে এয়ারপোর্টে। এক যাত্রী তাকে থাপ্পড় মারে বলে খবর।

৭) ইন্দোর পুলিশ জানিয়েছে, বিয়ের পরেও রাজের সঙ্গে যোগাযোগ ছিল সোনমের। ইন্দোরের এক রেস্তরাঁতে রাজ তার ভাইপো, বিশাল চৌহান, ও তাদের বন্ধুদের সঙ্গে খুনের ছক নিয়ে আলোচনা করেছিল। চৌহান, রাজপুত আর কুর্মি ৫০,০০০ টাকা ও একটা ফোন নিয়ে বেরিয়ে যায়। রাজ ইন্দোরেই ছিল। সে সোনমের দাদার কারখানায় কাজ করত।

৮) রাজের মা বলেছে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, ছেলে এই ধরনের কাজ করতেই পারে না।

৯) ঘটনার পরে সোনম শিলং থেকে গুয়াহাটি আসে এর ট্রেনে আসে ইন্দোরে ২৭শে মে।

১০) ২৮ মে সোনম উত্তরপ্রদেশের গাজিপুরে আসে। সেখানেই তাকে আটক করা হয়। গাজিপুর হল রাজের দেশের বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *