‘মেয়েটা ওখানে না গেলে…’ 

Spread the love

কসবাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের একাধিক নেতা। তবে এসবের মধ্য়েই সেই ঘটনা নিয়ে কার্যত দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, ‘ঘটনা যেটা হয়েছে এটা নিন্দার ভাষা নেই। এটা সবথেকে নোংরা কাজ। কিন্তু কসবার ঘটনায় একটা বার্তা এসেছে স্টুডেন্টদের কাছে যে পরিচিত কেউ যদি ডাকেন আপনাকে কলেজ যখন বন্ধ তখন আপনি যাবেন না, এতে আপনার ভালো হবে না। ওই মেয়েটা যদি না যেত তাহলে এমন ঘটনা হত না। যদি যাওয়ার সময় কাউকে বলে যেতেন বা সঙ্গীদের নিয়ে যেতেন তাহলে এই ঘটনা হত না। আমরা যেটা দেখছি যে এটা করেছে সেটা পরিস্থিতির সুযোগ নিয়েছে। তবে মমতা ব্যানার্জি বলেছেন কড়া শাস্তি দেওয়া হবে। …তবে এটা খুব দুঃখের ঘটনা।

আর অভিযুক্তর সঙ্গে তৃণমূল নেতাদের ছবি থাকা প্রসঙ্গে মদন মিত্র বলেন, দেখুন তৃণমূল কংগ্রেস এত বড় পার্টি যে কেউ না কেউ তৃণমূলের সঙ্গে সম্পর্কিত। কেউ সামনে থেকে কেউ পাশ থেকে, কেউ পেছন থেকে।’ বলেন মদন মিত্র।

তবে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে তারা মদন মিত্রের বক্তব্যকে সমর্থন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *