মেয়ের সঙ্গে পরিচয় করালেন সইফ পুত্র ইব্রাহিম

Spread the love

বিয়ে না করে অভিভাবক হয়েছেন এমন তারকার তালিকা কিন্তু বলিউডে বেশ দীর্ঘ। এবার এই তালিকায় নাম লেখালেন ইব্রাহিম আলি খান। বিয়ে না করেই বাবা হলেন তিনি! পরিচয় করালেন সন্তানের সঙ্গে। ছবি পোস্ট করে বললেন, খান পরিবারের ছোট্ট সদস্য।

সম্প্রতি ইব্রাহিম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, একটি ছোট্ট কুকুর ছানার সঙ্গে ছবি তুলেছেন তিনি। বড় বড় কানওয়ালা ছোট্ট কুকুরটিকে নিজের সন্তানের পরিচয় দিয়েছেন ইব্রাহিম। শুধু ছবি পোস্ট করে নয়, ক্যাপশনে লিখেছেন কীভাবে ছোট্ট কুকুরখানাটিকে পেয়েছেন তিনি।

ইব্রাহিম তাঁর প্রিয় সন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, কখনও সারমেয়টি তাঁর সঙ্গে গাড়িতে বসে রয়েছে কখনও আবার দেখা যাচ্ছে ইব্রাহিমের শরীরচর্চার সঙ্গী হয়েছে সে। ছবিগুলি দেখলে বোঝাই যাচ্ছে, ছোট্ট এই ছানাটিকে ছাড়া ইব্রাহিমের এক মুহূর্ত চলে না।ছবিগুলি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘আমার মনে হয় আমি ওকে নয়, ও আমাকে বেছে নিয়েছে। আগের জন্মে নিশ্চয়ই ও আমার সন্তান ছিল। তবে ওকে যখন বাড়িতে আনার কথা বলি তখন বাড়ির কেউ রাজি হয়নি, কিন্তু সকলের বিরুদ্ধে গিয়ে আমি ওকে নিয়ে এসেছি। আমার নেওয়া এটি সেরা সিদ্ধান্ত ছিল। আমার ছোট্ট মেয়ে এবং পতৌদি পরিবারের সর্বশেষ সংযোজনকে শুভেচ্ছা!!!’

ইব্রাহিমের এই ছোট্ট খুদে কুকুরছানাটির নাম বম্বি। ইব্রাহিমের সঙ্গে থাকার সুবাদে তার নামের সঙ্গে জুড়ে গেছে খান পদবী। ইব্রাহিম তাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় ‘বম্বি খান’ নামে ডাকেন। এখন বম্বি শুধু ইব্রাহিমের নয়, গোটা খান পরিবারের ভীষণ পছন্দের একজন সদস্য।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে খুশি কাপুরের বিপরীতে ‘নাদানিয়া’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল ইব্রাহিমের। তবে দুঃখের বিষয় হল, ইব্রাহিমের এই প্রথম ছবি দর্শকদের মনে চাপ ফেলতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *