‘মোটু’ বলে খোঁচা! ২ জনকে গুলি যুবকের

Spread the love

‘বডি শেমিং’-এর জন্য দু’জনকে ২০ কিলোমিটার ধাওয়া করিয়ে গুলি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। তার কয়েকদিন আগে বেলঘাট এলাকার বাসিন্দা অর্জুন চৌহান তাঁর কাকার সঙ্গে তারাকুলহা দেবী মন্দিরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠান চলাকালীন মাঞ্জারিয়ার অনিল চৌহান এবং শুভম চৌহান অর্জুনের শারীরিক গঠন, দৈহিক ওজন নিয়ে কটাক্ষ করতে থাকেন। সেইসঙ্গে বারবার অর্জুনকে ‘মোটু’ বলে অপমান করেন বলে অভিযোগ।

পুলিশ সুপার (দক্ষিণ) জিতেন্দ্র কুমার জানিয়েছেন,অনুষ্ঠানের পরেই ক্ষুব্ধ অর্জুন চৌহান এবং তাঁর বন্ধু আসিফ খান বৃহস্পতিবার হাইওয়েতে অনিল এবং শুভমের পিছু নেন। দু’জনকে টানা ২০ কিলোমিটার ধাওয়া করেন ওই যুবক। প্রাথমিক চেষ্টা ব্যর্থ হওয়ার পরে তেনুয়া টোলপ্লাজার কাছে তাঁদের গাড়ি থামান অর্জুন। তারপরই তাঁদের দু’জনকে টেনে গাড়ি থেকে বার করে গুলি করেন। এরপরেই পালিয়ে যান অর্জুন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের জেলা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, আহত দুজনেই বর্তমানে বিপন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *