মোদি নেতানিয়াহুর সস্তা সংস্করণ: বিলাওয়াল ভুট্টো

Spread the love

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বলেছেন, মোদি নেতানিয়াহুর সস্তা সংস্করণ।

মঙ্গলবার (৩ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিলাওয়াল। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কাশ্মীরে ইসরাইলি ধাঁচের নীতি গ্রহণ এবং আঞ্চলিক শান্তি বিনষ্ট করার অভিযোগ করেন তিনি।

কাশ্মীরে ভারতের কর্মকাণ্ড এবং ফিলিস্তিনে ইসরাইলের জোরপূর্বক অবৈধ বসতি স্থাপন মডেলের মধ্যে সাদৃশ্য টেনে বলেন বিলাওয়াল বলেন, ‘নরেন্দ্র মোদি মূলত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘তেমু কপি’ তথা সস্তা সংস্করণ।’

তেমু হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে খুব সস্তা দামে পণ্য পাওয়া যায় — কিন্তু অনেক সময়ই সেগুলো হয় কম মানের বা মূল পণ্যের নিম্নমানের অনুকরণ। কাউকে ‘তেমু কপি’ বলার মানে হচ্ছে- উদ্দিষ্ট ব্যক্তি আসল ব্যক্তির নকল তবে মানহীন বা গুণে-মানে পিছিয়ে।

মোদিকে লক্ষ্য করে বিলাওয়াল আরও বলেন, গুজরাটের কসাই থেকে শুরু করে কাশ্মীরের কসাই এবং এখন সিন্ধু সভ্যতার ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করছেন। মোদির কর্মকাণ্ড ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী মডেলের প্রতিফলন।

তিনি কাশ্মীরে নয়াদিল্লির একতরফা পরিবর্তনের সমালোচনা করে বলেন, এগুলো ইসরাইলের দখলদারিত্বের কৌশল দিয়ে অনুপ্রাণিত। তার কথায়, ‘কাশ্মীরে ভারতের একতরফা পদক্ষেপ আকস্মিক কোনো ঘটনা নয়। এগুলো বিশ্বের সবচেয়ে খারাপ উদাহরণ দিয়ে অনুপ্রাণিত। দুঃখের বিষয়, ভারত শান্তির নয়, অন্যায়ের পথে হাঁটছে।’ 

ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে নয়াদিল্লির বক্তব্যকে চ্যালেঞ্জ জানাতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে দুই দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। নয় সদস্যের একটি উচ্চ-স্তরের সংসদীয় প্রতিনিধিদলসহ মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে যান তিনি।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিলাওয়াল জাতিসংঘকে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা নেয়ার এবং সিন্ধু জল চুক্তি পুনরুদ্ধারে সহায়তা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘২২ এপ্রিল ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাম হামলার পর ভারতের সাম্প্রতিক সামরিক উস্কানি এবং ভিত্তিহীন অভিযোগ এই অঞ্চলকে আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার ঝুঁকি তৈরি করছে।’

পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী বিলাওয়াল গুতেরেসের কাছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি চিঠি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর চিঠিতে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড, যার মধ্যে সীমান্ত পার হয়ে আক্রমণ এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি নিয়ে পাকিস্তানের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

তিনি সিন্ধু জল চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তেরও সমালোচনা করেন এবং এটিকে পাকিস্তানের উপর চাপিয়ে দেয়া ‘জল যুদ্ধ’ বলে অভিহিত করেন।

এ সময় তিনি উত্তেজনা প্রশমন, সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধার এবং পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সংলাপ হতে সহায়তা করার জন্য মহাসচিবকে তার সদিচ্ছা ব্যবহার করার আহ্বান জানান। বিশেষ করে জম্মু ও কাশ্মীর বিরোধের উপর, যা দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *