‘মোদীজি, আপনার সঙ্গে ১৪৫ কোটি ভারতীয়ের সমর্থন… ওদের হার নিশ্চিত’

Spread the love

সদ্য গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে দেশ জুড়ে। দেশের নানান প্রান্ত থেকে জঙ্গি হামলার তীব্র নিন্দা ধেয়ে আসছে। এমন এক পরিস্থিতিতে এদিন মুম্বইতে ছিল মনোরঞ্জন দুনিয়াকে কেন্দ্র করে ‘ওয়েভস সামিট ২০২৫’। সেই সামিটের মঞ্চ থেকেই এবার পহেলগাঁও ঘটনা নিয়ে গর্জে উঠলেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি।

মুম্বইয়ের ওয়েভ সামিট ঘিরে জমায়েত হয়েছিল দেশের তাবড় সুপারস্টারদের। শাহরুখ খান থেকে দীপিকা পাড়ুকোনরা ছিলেন উপস্থিত। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বক্তব্য রাখতে উঠে, পহেলগাঁও হামলা নিয়ে মুখ খোলেন মুকেশ আম্বানি। দেশে এমন এক কঠিন সময়ে নরেন্দ্র মোদীর এই উপস্থিতিকে স্বাগত জানিয়ে মুকেশ আম্বানি বলেন,’ শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদী, আজ আপনার উপস্থিতিতে আমরা সত্যিই ধন্য এবং গভীরভাবে সম্মানিত। আমরা আপনার অসামান্য দায়িত্বগুলি জানি , বিশেষ করে পহেলগাঁওয়ে সাম্প্রতিক বর্বরোচিত সন্ত্রাসী হামলার পরে..।’ দেশের তাবড় শিল্পপতি তথা বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি বলেন,’ অতএব, আপনার এখানে আসা একটি শক্তিশালী বার্তা পাঠায়। আশা, ঐক্য এবং অটল সংকল্পের বার্তা..। এখানে সমবেত আমরা সকলেই নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’ এরপরই মুকেশ আম্বানি মোদীকে উদ্দেশ্য করে বলেন,’মোদীজি… শান্তি, ন্যায়বিচার এবং মানবতার শত্রুদের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার প্রতি ১৪৫ কোটি ভারতবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। ওদের হার নিশ্চিত। ভারতের জয়ও নিশ্চিত।’

উল্লেখ্য, মুম্বইতে ৪ দিন ধরে চলবে এই ওয়েভস সামিট। ভারতের মিডিয়া ও মনোরঞ্জন সেক্টরকে ঘিরে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনোরঞ্জনের সঙ্গে প্রযুক্তি ও দেশের যুব সমাজের ওতপ্রোত সম্পর্কের খতিয়ানও তুলে ধরেন মুকেশ আম্বানি। তিনি বলেন,’ কৃত্রিম বুদ্ধিমত্তার হাতিয়ার এবং প্রযুক্তি আমাদের গল্পগুলিকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলতে পারে – এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভাষা, দেশ এবং সংস্কৃতির দর্শকদের কাছে পৌঁছে দিতে পারে। আমি নিশ্চিত যে ভারতের অতিপ্রতিভাবান তরুণরা বিশ্বব্যাপী বিনোদন শিল্পে রাজত্ব করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *