মোদীর সফরের দিনই উত্তরবঙ্গে হাজির মৌসুমী বায়ু

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার সফরের দিন উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা। নির্ধারিত সময়ের অন্তত ৩ দিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করল মৌসুমী বায়ু। বৃহস্পতিবার দুপুরে মৌসম ভবনের তরফে প্রকাশিত রেখাচিত্রে সেকথা জানানো হয়েছে। একই সঙ্গে বর্ষা প্রবেশ করেছে সিকিমেও।

বৃহস্পতিবার দুপুরে মৌসুমী বায়ুর অগ্রগতি সংক্রান্ত আবহাওয়া দফতরের প্রকাশিত রেখাচিত্রে দেখা গিয়েছে, তরাই ও ডুয়ার্সের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বর্ষা প্রবেশ করেছে। একই সঙ্গে বর্ষা প্রবেশ করেছে সিকিমেও। এছাড়া বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ দিনাজপুরের তপন ও সংলগ্ন এলাকায়।

স্বাভাবিকভাবে জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে। এবছর এখনও পর্যন্ত গোটা দেশে বর্ষার আগাম আগমন ঘটেছে। উত্তরবঙ্গেও তার ব্যতিক্রম হল না। এবার দেখার দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করে বর্ষা। স্বাভাবিকভাবে ৮ জুন কলকাতায় বর্ষা প্রবেশ করে। তবে নিম্নচাপের জেরে যে কোনও সময় দক্ষিণবঙ্গেও বর্ষার প্রবেশ ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এবছর বর্ষায় স্বাভাবিক বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। গোটা দেশে এবার স্বাভাবিকের থেকে ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *