পহেলগাঁওতে জঙ্গি হামলা। তারপর অপারেশন সিঁদুর। একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত।এরপর সংঘর্ষ বিরতি। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভারতের তরফে সেই সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করার আগেই সামনে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা সামনে আসে।
সংঘর্ষ বিরতির পরেই কংগ্রেস নেতৃত্ব বার বার ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তুলনা টানতে শুরু করেছেন। সোশ্য়াল মিডিয়াতেও এনিয়ে নানা কথা বলা হচ্ছে। এমনকী কংগ্রেস নেতা অধীর চৌধুরীও কার্যত বার বার ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলছেন।
বার বার সামনে আনা হচ্ছে ১৯৭১ সালের সেই যুদ্ধের কথা। সেই সময় গোটা বিশ্ব দেখেছিল পাক বাহিনীকে পর্যদুস্ত করার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর ভূমিকা কতটা ছিল।
এবার পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই দেখা গিয়েছিল বিরোধীরা বার বার সরকারের পাশে দাঁড়িয়েছে। বিরোধীরা কার্যত সরকারের কোনও পদক্ষেপে আপত্তি জানায়নি। কিন্তু সংঘর্ষ বিরতির পরেই দেখা যাচ্ছে কংগ্রেস নেতৃত্বের একাংশের গলায় একেবারে ভিন্ন সুর। কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ইন্দিরা গান্ধীর সাহসিকতা, শক্তির কথা।

মূলত দুটিক্ষেত্রে এই সংঘর্ষ বিরতি নিয়ে প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতৃত্ব। কেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেন? কেন তৃতীয় পক্ষ এতে নাক গলাল? দ্বিতীয়ত পাকিস্তানের ট্র্যাক রেকর্ড সকলেই জানেন। সেক্ষেত্রে কেন পাকিস্তানকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত এই লড়াই চালানো হল না?