মোবাইল নেটওয়ার্ক ডাউন! কোটি কোটি নাগরিক বিপাকে

Spread the love

স্পেনে সমস্ত মোবাইল নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে। এতে অনলাইন যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বিপাকে পড়েছে কোটি কোটি নাগরিক। স্পেনে জাতীয় বিদ্যুৎ বিভ্রাটের মাত্র চার সপ্তাহ পর মঙ্গলবার (২০ মে) মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের ঘটনা ঘটল। প্রতিবেদন মতে, মোভিস্টার, ওরেঞ্জ, ভোডাফোন, ডিজিমোবিল ও জিরো২সহ দেশটির সবগুলো মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সমস্যা পর্যবেক্ষণকারী সংস্থা ডাউনডিটেক্টর জানিয়েছে, ভোর ৫টার দিকে নেটওয়ার্ক সংযোগে সমস্যা শুরু হয়। জরুরি পদক্ষেপ হিসেবে ফ্রান্সের সীমান্তের কাছে আরাগনে জরুরি ফোন লাইন চালু করা হয়। তবে অন্যান্য স্থানে এখনও সমস্যা রয়েছে।

স্থানীয় গণমাধ্যম উল্লেখ করেছে, স্পেনের বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিফোনিকার সাথে চুক্তিবদ্ধ মোবাইল নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। 

কোম্পানি সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এল কোরিও জানিয়েছে, ‘নেটওয়ার্ক আপগ্রেডের কাজ’ করার ফলে সারাদেশে ‘নির্দিষ্ট কিছু পরিষেবা’ প্রভাবিত হয়।

মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের ফলে ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক উভয় পরিষেবাই প্রভাবিত হচ্ছে বলে জানা গেছে। তবে স্পেনের বার্সেলোনা শহরের মোবাইল ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা ভোডাফোন কোম্পানির পরিষেবাগুলো ব্যবহার করতে পারছেন। ভোডাফোন স্পেনের ১ কোটি ৩৫ লাখেরও বেশি মোবাইল গ্রাহককে পরিষেবা প্রদান করে।

এর আগে গত মাসে (২৮ এপ্রিল) ইউরোপের তিনটি দেশ যথাক্রমে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর লক্ষ লক্ষ নাগরিক বিপাকে পড়েন। ইউরোপের বৈদ্যুতিক গ্রিডে কোনো সমস্যার কারণেই এমন ব্যাপক বিভ্রাট ঘটে বলে জানা যায়।

ইউরোনিউজের তথ্য অনুসারে, পর্তুগাল ও স্পেনে গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া ট্রেনগুলো বিভিন্ন স্টেশনের মাঝে সুড়ঙ্গের মধ্যেই আটকে যায়। এর ফলে বহু মানুষ দাঁড়িয়ে পড়া ওই মেট্রোগুলোতে আটকে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *