মৌমাছি গিলে ফেলার কারণেই মৃত্যু হয়েছে করিশ্মার প্রাক্তন স্বামীর? 

Spread the love

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যু নিয়ে নতুন একটি তথ্য সামনে এসেছে। তাঁর ব্যবসায়িক পরামর্শদাতা সুহেল জানিয়েছেন যে পোলো খেলার সময় সঞ্জয় নাকি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন। এর পরে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি মারা যান। সঞ্জয় কাপুর ইংল্যান্ডে ছিলেন। ১২ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

ANI-এর প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয়ের ব্যবসায়িক পরামর্শদাতা সুহেল শেঠ বলেছেন যে পোলো খেলার সময় সঞ্জয় ভুলবশত একটি মৌমাছি গিলে ফেলেছিলেন। সম্ভবত এটাই সমস্যার কারণ। এরপরই সঞ্জয়ের মৃত্যু হয়। বলা হচ্ছে যে সঞ্জয় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সুহেল টুইট করেছেন, ‘সঞ্জয় কাপুরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ সকালে ইংল্যান্ডে তিনি মারা গিয়েছেন। এটা একটা বিরাট ক্ষতি এবং তাঁর পরিবার এবং সহকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা।’

শোনা যাচ্ছে যে সঞ্জয় একটি মৌমাছি গিলে ফেলেছিলেন যা তাঁকে গলায় কামড়ে দেয়। সঞ্জয় খেলা বন্ধ করতে বলেন, তারপর তাঁর হৃদরোগ হয়। অনুমান করা হচ্ছে যে মৌমাছির কামড়ই তাঁর হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়।

সঞ্জয়ের টুইটগুলি ভাইরাল

মৃত্যুর কিছুক্ষণ আগে, সঞ্জয় আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় এক্সে শোক প্রকাশ করেছিলেন। এটাই ছিল তার শেষ টুইট। জীবনের অনিশ্চয়তা নিয়ে তিন দিন আগে সঞ্জয় টুইট করেছিলেন।

প্রসঙ্গত, সঞ্জয় কাপুর এবং করিশ্মা কাপুর ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে দু’জনের বিবাহবিচ্ছেদ হয়। সঞ্জয় ২০১৭ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন। দু’জনের একটি ছেলে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *