মৌমাছি থেকে মৃত্যু সঞ্জয়ের দেহ ভারতে আসেনি

Spread the love

মৃত্যুর ৫ দিন পেরোলেও ভারতে আসেনি ভারতীয় শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মরদেহ। লন্ডনে এ মুহূর্তে মৃতদেহের ময়নাতদন্ত চলছে। লন্ডনে ময়নাতদন্ত শেষ হবার পরই দিল্লিতে আনা হবে তার লাশ।

এদিকে সঞ্জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার কারণে ইমিগ্রেশন আইনের জটিলতার কারণেও ভারতে আনতে দেরি হচ্ছে তার মরদেহ।

সঞ্জয়ের তৃতীয় স্ত্রী মডেল প্রিয়া সচদেব সংবাদমাধ্যমে জানান, আন্তর্জাতিক নিয়ম মেনে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে লাশ দেশে আনার ব্যবস্থা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব কারণে সঞ্জয়ের মরদেহ ভারতে আসতে আরও কিছুদিন দেরি হতে পারে।

দিল্লির বাড়িতে তার শেষকৃত্যের আয়োজন করা হবে বলে জানান তার পরিবার। সেখানে দুই সন্তান নিয়ে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাক্তন স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের। 

বৃহস্পতিবার (১২ জুন) মাত্র ৫৩ বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুর আগে তিনি ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন।

তার কিছুক্ষণ পরই লন্ডনের মাঠে পোলো খেলছিলেন সঞ্জয়। ঘোড়ার পিঠে চড়ে ম্যাচ খেলতে খেলতে আচমকা তার গলায় একটি মৌমাছি চলে যায়। তিনি ভুলবশত তা গিলেও ফেলেন।

এরপরই অসুস্থবোধ করতে শুরু করেন এ ব্যবসায়ী। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্জয়ের। তবে মৌমাছি থেকে হার্ট অ্যাটাক হয়েছে না কি স্ট্রেস থেকে হার্ট অ্যাটাক হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। লন্ডনের হাসপাতালে তাই ভারতীয় এ ব্যবসায়ীর ময়নাতদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *