যারা TMC – CPM থেকে BJPতে এসেছে তারাই হিংসা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে

Spread the love

২০২১ সালের বিধানসভা ভোটের আগে তাঁর আয়োজিত যোগদান মেলায় বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছিল। সেই দিলীপ ঘোষই এবার দলবদলু নেতা – কর্মীদের কাঠগড়ায় তুললেন। তাঁর দাবি, তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে আসা নেতা – কর্মীরাই হিংসা ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। বিজেপির বাসুধৈব কুটুম্বকমের নীতি তাঁরা মেনে নিতে পারে না।

শনিবার বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান করেন দিলীপবাবু। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে আসা নেতা – কর্মীরাই হিংসা ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। বিজেপির বাসুধৈব কুটুম্বকমের নীতি তাঁরা মেনে নিতে পারে না।

দিলীপবাবুর এই মন্তব্য নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম থেকে বিজেপিতে আসা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, দিলীপবাবু জাতীয় স্তরে রাজনীতি করেছেন। উনি কেন একথা বলেছেন জানি না। আমি বিজেপি নেতৃত্বের অনুমতিতেই সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছিলাম। হিংসা বা দুর্নীতির কোনও অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে বলে তো জানি না। বরং দল আমার মতো প্রথমবারের বিধায়ককে বিধানসভায় মুখ্য সচেতকের গুরুদায়িত্ব দিয়েছে। আর যদি কেউ হিংসা বা দুর্নীতি করে তাহলে দলীয় নেতৃত্বের পদক্ষেপ করার সুযোগ রয়েছে তো।

তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, দিলীপবাবু বোধ হয় শুভেন্দু অধিকারীকে একথা বলেছেন। শুভেন্দুবাবুকে উনিই দলে এনেছিলেন। এখন তাঁর চাপে ওনারই দল থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *