জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি ইসরাইলের পক্ষ থেকে ইরানের ওপর চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইসরাইল এতো বড় বর্বরতা চালাতে পারে না।শনিবার (১৪ জুন) নয়া দিল্লির জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যেভাবে ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু বানানো হয়েছে, তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন। এসব হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম বিশ্বের ওপর এক ধরনের যুদ্ধ ঘোষণা।
মাওলানা মাদানি বলেন, ইরাকের বিরুদ্ধে আগেও এভাবে আগ্রাসন চালিয়ে দেশটিকে ধ্বংস করা হয়েছিল। এখন ইরানকেও সেই পথেই নিয়ে যেতে চাচ্ছে ইসরাইল।
তিনি অবিলম্বে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।
এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার (১৪ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়।

অন্য দিকে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তিনি বলেছেন, ইরানের হামলার পর তার দেশ একটি ‘খুবই দুঃখজনক এবং কঠিন সকাল’ পার করছে। হামলায় হতাহতদের জন্য শোকও প্রকাশ করেছেন তিনি।
ইরানে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা ও বিবিসি।
আল–জাজিরা বলছে, তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি ভবনে পৃথক ইসরাইলি হামলার খবর জানা গেছে।
বিবিসি জানিয়েছে, ওই ভবনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দফতরের কার্যালয় রয়েছে।