যুদ্ধবিরতি ভেঙে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করল ইরান

Spread the love

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরাইল যে দাবি করেছে, তা নাকচ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরইবি জানিয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করছে ইরান। খবর আল জাজিরার।

ইরান ও ইসরাইল সংঘাতের মধ্যে অনেকটা নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জানান, ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর তেল আবিব ও তেহরান উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতিতে রাজি থাকার বিষয়টি জানানো হয়।

কিন্তু এর কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তেহরানের ওপর তীব্র হামলার নির্দেশ দেন। 

কাৎজ বলেন, ‘আমি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) প্রধানমন্ত্রীর (নেতানিয়াহু) সঙ্গে সমন্বয় করে তেহরানে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছি, যাতে সরকারি লক্ষ্যবস্তু ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা যায়।’

ইসরাইলের এই অভিযোগের জবাব দিয়ে ইরান সরকার বলেছে, ‘যুদ্ধবিরতি শুরুর পর ইসরাইলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি।’

আইডিএফ-এর এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে পেরেছে।

ক্ষেপণাস্ত্র হামলার দাবির অল্প সময় পর ইসরাইলের কট্টর-ডানপন্থি নেতা, অর্থমন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র বেজালেল স্মোট্টিচ এক এক্স পোস্টে বলেন, ‘তেহরানকে কাঁপিয়ে দেয়া হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *