যুদ্ধের মাঝে ইজরায়েল থেকে জর্ডান..রুদ্ধশ্বাস উদ্ধার পর্ব

Spread the love

মঙ্গলবার দেশের মাটিতে পা রাখলেন ইজরায়েল থেকে যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার হওয়া ১৬১ জন ভারতীয়। ইজরায়েল থেকে উদ্ধারের প্রক্রিয়ায় এই ভারতীয়রা প্রথম পর্বে ফিরলেন ঘরে। বায়ুসেনার বিশেষ বিমানে তাঁদের জর্ডন থেকে উদ্ধার করা হয়। এই উদ্ধার পর্ব খুব একটা সহজ ছিল না। ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির মাঝে সদ্য ইরানে হামলা চালায় আমেরিকাও। সেই অবস্থায় নিরাপদে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া চলেছে।

একদিকে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে দেশে ফেরার তাগিদ…রুদ্ধশ্বাস পর্ব:-

ইজরায়েল, ইরান যুদ্ধের মাঝে দুই দেশেরই আকাশসীমা ছিল রুদ্ধ। সেই অবস্থায় ইরান থেকে সেদেশে আটকে পরা ভারতীয়দের উদ্ধারের পর ইজরায়েল থেকে ঘরে ফেরানো হয় সেখানে আটকে পড়া ভারতীয়দের। গোটা পর্ব চলে ‘অপারেশন সিন্ধু’র আওতায়।

তখন তুঙ্গে যুদ্ধের পারদ। ইজরায়েলের হানার পর ইরানও তাক করে ইজরায়েলকে। নিমেষে প্রাণ যেতে থাকে মানুষের। উঠে আসে যুদ্ধের ভয়াবহ দৃশ্য। এই পরিস্থিতিতে ইজরায়েল থেকে ভারতীয়দের উদ্ধারের পর্ব শুরু হয়। তেল আভিভে ভারতীয় দূতাবাস, ইজরায়েলে অবস্থিত ভারতীয়দের (যাঁদের নাম ভারতীয় দূতাবাসে রেজিস্টার্ড রয়েছে) যোগাযোগ করে। কাউকে ফোন করা হয়। কাউকে ইমেল করা হয়। ঠিক করা হয়, কিছু পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে, দেশে ফেরানোর ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, তার বিষয়ে। সেক্ষেত্রে যাঁদের মেডিক্যাল ইস্যু রয়েছে, এছাড়াও শিশু, মহিলা, পড়ুয়া এই সমস্ত দিক বিচার করা শুরু হয়।

উল্লেখ্য, এক্ষেত্রে বলে রাখা দরকার, ইজরায়েলে ভারতীয় দূতাবাসে বর্তমানে রাষ্ট্রদূত হিসাবে রয়েছেন জেপি সিং। এককালে তিনি পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে ছিলেন। পাকিস্তান থেকে উজমা-উদ্ধার পর্বে তাঁর নাম এক সময়ে মিডিয়ায় ছেয়ে গিয়েছিল! এই জেপি সিং-কে নিয়েই সদ্য মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’।

এবার আসা যাক উদ্ধার পর্বের প্রক্রিয়ায়। প্রক্রিয়া খুব একটা সহজ ছিলনা। ইজরায়েল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জর্ডানে। নিরাপদে তাঁদের শেখ হুসেন ব্রিজ দিয়ে নিয়ে আসা হয়। এই ব্রিজ তেল অভিভ থেকে ১২০ কিলোমিটার দূরে। এরপর হয় জর্ডান সীমান্তে সকলের নিয়মিত অভিবাসন প্রক্রিয়া বাকি আনুষ্ঠানিক পর্ব। তারপর সেখান থেকে সোজা জর্ডানের আম্মাম এয়ারপোর্ট। সেখানে উদ্ধার হওয়া ভারতীয়দের জন্য অপেক্ষা করছিল ভারতীয় সেনার বিমান IAF C-17। এরপর ১৬১ জন ভারতীয় ফেরেন দেশে।

বন্ধু রাষ্ট্রের নাগরিকদের উদ্ধার:-

এদিন বায়ুসেনার তরফে জানানো হয়েছে,’ পশ্চিম এশিয়ার সংঘাত-কবলিত অঞ্চলগুলিতে তীব্র উত্তেজনার প্রতিক্রিয়ায়, ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ বিমান জর্ডান এবং মিশর থেকে ভারতীয় নাগরিক এবং বন্ধুত্বপূর্ণ দেশের নাগরিকদের উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে। প্রয়োজনের সময় দেশ এবং বিশ্বজুড়ে সহায়তা প্রদানের জন্য ভারতীয় বিমানবাহিনী প্রথম প্রতিক্রিয়াশীল হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *