‘যুদ্ধ’ হচ্ছে না ভারত ও পাকিস্তানের

Spread the love

পুরোদমে ‘যুদ্ধে’ জড়াচ্ছ না ভারত ও পাকিস্তান। কারণ দুই পরমাণু শক্তিধর সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেলের (ভারতীয় সময় অনুযায়ী) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘ট্রাম্প সোশ্যাল’-এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাতভর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পরে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে। কমন সেন্স (বাস্তবজ্ঞান) এবং বুদ্ধি প্রয়োগ করার জন্য দু’দেশকেই ধন্যবাদ। এই ব্যাপারটায় গুরুত্ব দেওয়ায় ধন্যবাদ।’

যদিও বিষয়টি নিয়ে আপাতত ভারত সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আর কিছুক্ষণ পরেই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠক আছে। সেখানেই সেরকম কোনও ঘোষণা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অনেকে ভেবেছিলেন, সন্ধ্যায় যে সাংবাদিক বৈঠক করবে ভারত, তাতে ‘অপারেশন সিঁদুর ৪.০’-র ইঙ্গিত মিলতে পারে।

কিন্তু সেই বৈঠকের মেরেকেটে কয়েক মিনিট আগে ট্রাম্পের একটা মন্তব্যেই পুরো পরিস্থিতি ‘শান্ত’ হয়ে যাওয়ার ইঙ্গিত মিলল। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ‘গত ৪৮ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেহবাজ শরিফ, বিদেশমন্ত্রী এস জয়শংকর, (পাকিস্তানি) সেনাপ্রধান আসিম মুনির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আসিম মালিক-সহ ভারত এবং পাকিস্তানের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আমি এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনা করেছি।’

সেইসঙ্গে মার্কিন বিদেশ সচিব দাবি করেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান সরকার অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। আর নিরপেক্ষ জায়গায় বিস্তারিত বিষয়ে কথা বলতে রাজি হয়েছে দু’দেশের সরকার।’ যদিও পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়ার বিষয়টা না থামালে ভারত আদৌও কোনও বৈঠকে বসবে কিনা, তা নিয়ে অবশ্য সন্দেহ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *