‘যুদ্ধ হলে ইংল্যান্ড চলে যাব’,পাক MP বললেন, ‘মোদী কি আমার কথায় পিছু হঠবেন!’ 

Spread the love

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে অভিশপ্ত দুপুরে নৃশংসভাবে ২৬ জনের হত্যা করেছে জঙ্গিরা। এরপর থেকেই দিল্লি-ইসলামাবাদের সম্পর্ক ঠেকেছে তলানিতে। সদ্য পাকিস্তানের তরফে পরমাণু হানার হুমকি আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, পহেলগাঁওয়ের জঙ্গি হানার সঙ্গে জড়িতদের রেয়াত করা হবে না। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে তুঙ্গে উত্তেজনার মাঝে পাকিস্তানের সাংসদ শের আফজল খান মারওয়াতের বক্তব্য ভাইরাল।

মারওয়াতের কাছে প্রশ্ন করা হয়েছিল, ভারত, পাকিস্তানের যুদ্ধ হলে তিনি কি সীমান্তে যাবেন? মজার ছলে মারওয়াতকে বলতে শোনা গিয়েছে,’ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেড়ে গেলে আমি ইংল্যান্ড চলে যাব।’ বলার পরই তাঁর মুখে স্মিত হাসি দেখা যায়। পাকিস্তানের সিনিয়র পিটিআই নেতা আর আইনজীবী হলেন এই শের আফজল খান মারওয়াত। তার সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানের একজন তাবড় সাংসদ। এদিকে, এই প্রশ্ন ও উত্তর পর্বের পর, মারওয়াতকে প্রশ্ন করা হয়, যে ভারতের প্রধানমন্ত্রী মোদীর কি উচিত ছিল এই যুদ্ধের উত্তেজনা কমানো? উত্তরে মারওয়াত বলেন, ‘মোদী কি আমার আত্মীয়ের পুত্র যে আমার কথায় পিঠু হঠবেন!’ এই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে দিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের এই সাংসাদ মারওয়াত এককালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন। তবে সদ্য মারওয়াতের কথা নিয়ে বেশ কিছুটা আলোচনা চলছে পাকিস্তানে। তিনি বারবার পাকিস্তানে নিজের দল পিটিআইকে নিয়েই মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলেছেন। তারই মাঝে সদ্য তাঁর এই বক্তব্যের ভিডিয়ো হয়েছে ভাইরাল। এদিকে, পার্টি তাঁর প্রতি ক্ষুব্ধ হতেই দলের বহু দায়িত্বভার থেকে তাঁর ডানা ছাঁটা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *