যুবককে গলা কেটে খুন করে আইফোন চুরি ২ নাবালকের

Spread the love

হাই কোয়ালিটির রিল বানানোর জন্য যুবকের গলা কেটে খুন করে আইফোন চুরির অভিযোগ উঠেছে দুই নাবালকের বিরুদ্ধে।এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের বাহরাইচের নাগৌর এলাকায়। ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশে দাবি, এই খুন এবং আইফোন চুরির ঘটনা ঘটে শুধুমাত্র হাই কোয়ালিটির রিল তৈরি করার জন্য।যাতে সোশ্যাল মিডিয়ায় রিল দেখে বেশি ‘লাইক’ পড়ে।

পুলিশ জানিয়েছে, গত ২০ জুন ঘটনাটি ঘটেছে। ১৯ বছরের সাদাব নামের এক যুবক উত্তরপ্রদেশে আত্মীয়র বাড়িতে ঘুরতে আসেন। তিনি আদালতে বেঙ্গালুরুতে থাকতেন। জুন মাসে তাঁর মামার বিয়ে ছিল। সেই উপলক্ষ্যেই গ্রামে আসেন। তাঁর আইফোনটি দেখেই স্থানীয় দুই কিশোর চুরি করার পরিকল্পনা করেছিল। অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ প্রসাদ কুশওয়া জানিয়েছেন, এই খুনের ঘটনা ঘটে গত ২০ জুন। সাদাবকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ২১ জুন থানায় জানানো হয়। পরে, গ্রামের বাইরে একটি পেয়ারা বাগানের মধ্যে থাকা একটি জরাজীর্ণ নলকূপের কাছে তার মৃতদেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কাটা হয় এবং মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করাও হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে দুই নাবালককে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের বয়স ১৪ এবং অন্যজন ১৬ বছরের।

অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, জেরায় ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। তারা পুলিশকে জানিয়েছে, রিলস বানানোর জন্য উন্নত প্রযুক্তির মোবাইল ফোন দরকার। সাদাবের কাছে ওই দামি ফোন দেখার পরেই তারা তাঁকে খুনের পরিকল্পনা করে। ঘটনার অন্তত চার দিন আগে এই পরিকল্পনা করা হয়। তা করা হয় ওই মোবাইল পাওয়ার জন্যই। যে দিন ওই খুন করা হয় সেই রাতে রিলস বানানোর অজুহাতে ওই যুবককে গ্রামের বাইরে নিয়ে গিয়েছিল দুই নাবালক।সেখানে গিয়ে ওই যুবকের গলা ধারালো ছুরি দিয়ে কাটে তারা। তারপর ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই নাবালক।যে ছুরি দিয়ে তাঁর গলা কাটা হয়েছিল তাও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও দু’জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এক অভিযুক্তকে খুন ব্যাবহৃত চুরি লুকোতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ।আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *