‘যেখানে সেখানে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, শুভেন্দুকে পাগলা হাতির মতো বেঁধে রাখা উচিত’

Spread the love

ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) কুরুচিকর আক্রমণ করার অভিযোগ উঠল এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালদা জেলা তৃণমূল সভাপতি তথা তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সির মন্তব্যের কড়া নিন্দা করেছেন মালদা উত্তরের বিজেপি বিধায়ক খগেন মুর্মু। তবে রহিম বক্সির দাবি, যা বলেছেন ঠিক বলেছেন তিনি।

বৃহস্পতিবার মালদা জেলা তৃণমূলের তরফে আয়োজিত এক মিছিলে অংশগ্রহণ করে রহিম বক্সি বলেন, ‘পাগলা হাতিকে যেমন গ্রামবাসীরা দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখে ঠিক তেমনভাবে শুভেন্দু অধিকারীকে বেঁধে রাখতে হবে। তার পর তাকে পাগলাগারদে দিয়ে আসতে হবে।’ রহিম বক্সি যখন এসব বলছেন তখন মঞ্চে বসে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু চৌধুরী, দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক সাবিত্রী মিত্র।

এর পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রহিম বক্সি বলেন, ‘বিধানসভার ভিতরে সম্মানীয় শুভেন্দুবাবু যে ভাবে আচরণ করছেন যেটা শোভনীয় নয়। যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমি বলেছি, এরকম পাগলের মতো একটা মানুষ, যে মানুষে মানুষে বিভেদ লাগিয়ে মানুষকে মেরে ফেলবে। তাই একে পাগলা হাতির সঙ্গে তুলনা করা হয়েছে। একে বেঁধে রাখা উচিত। এই পাগলামি চলতে থাকলে পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।’

রহিম বক্সির মন্তব্যের নিন্দা করে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘অসংসদীয় শব্দ ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছেন রহিম বক্সি। কিন্তু এতে বিজেপি ভয় পাবে না। রাস্তায় নেমে তৃণমূলকে মোকাবিলা করার মতো শক্তি বিজেপির আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *