‘যোগ্য’ চাকরিহারাদের শো কজ করা শুরু পর্ষদের

Spread the love

গত ১৫ মে (২০২৫) সল্টলেকের বিকাশ ভবনের সামনে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের আন্দোলন চলাকালীন যাঁরা বিকাশ ভবনের গেট ভেঙেছিলেন, পুলিশ-সহ সরকারি কর্মীদের কাজে বাধা দিয়েছিলেন এবং তাঁদের আক্রমণ করেছিলেন বলে অভিযোগ, তাঁদের মধ্যে আন্দোলনরত শিক্ষকদের একাংশও যে ছিলেন, পুলিশ ও প্রশাসনের তরফে এমন দাবি আগেই করা হয়েছিল। এবার সেই অভিযুক্তদের চিহ্নিত করে শো কজ লেটার পাঠানো শুরু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

গত ১৫ মে যখন শিক্ষকদের আন্দোলন ঘিরে দফায় দফায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন চত্বর ও তার সামনের রাস্তা, সেই সময়কার অসংখ্য ছবি ও ভিডিয়ো দেখে ‘হামলাকারী’ শিক্ষকদের অনেককেই চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে। কেন তাঁরা আন্দোলনের নামে এমন আচরণ করলেন, এবং কেন এর জন্য তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্নের উত্তর চেয়েই অভিযুক্ত শিক্ষক তথা আন্দোলনকারীদের শো কজ পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষকদের একাংশের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ উঠেছে, বিস্তারিতভাবে তা ওই কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়েছে পর্ষদের তরফ থেকে। সেইসঙ্গে বলা হয়েছে, ওই চিঠি হাতে পাওয়ার সাতদিনের মধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে তার জবাব দিতে হবে।গত ১৫ মে বিকাশ ভবনের সামনে শিক্ষক আন্দোলনের জেরে দফায় দফায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিকাশ ভবনের মূল ফটক ভেঙে দেওয়া, ফটকে নতুন তালা লাগিয়ে ভিতরে বিভিন্ন সরকারি দফতরের কর্মী-আধিকারিকদের আটকে রাখা, এমনকী বিভিন্ন কাজে বিকাশ ভবনে আসা সাধারণ নাগরিকদেরও আটকে রাখার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে। 

যার জেরে রাত ৮টা নাগাদ অ্য়াকশনে নামে পুলিশ। তাদের লাঠির আঘাতে যেমন বহু আন্দোলনকারী জখম হন বলে অভিযোগ, তেমনই আন্দোলনকারীদের বিরুদ্ধেও পুলিশকে মারমুখী আক্রমণ করার অভিযোগ ওঠে। এমনকী, বিকাশ ভবন থেকে যখন সরকারি কর্মীদের বের করে আনা হচ্ছিল, সেই সময় সেই কর্মীদের উদ্দেশ্যেও অশালীন মন্তব্য ও কটূক্তি করা হয় বলে অভিযোগ। যা নিয়ে পরে বিকাশ ভবনের এক অন্তঃসত্ত্বা কর্মী থেকে শুরু করে পুলিশকর্তা – সকলেই সরব হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *