বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী নিমরত কৌর। অসংখ্য ব্যবসাসফল ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। নিমরত অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বলেন। এবার নিজের সঙ্গে যুক্ত ভুয়া গুজব নিয়ে মুখ খুললেন তিনি। গত বছর মুক্তি পাওয়া দশম ছবির সহ-অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ডেটিং করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
‘আমার ফোকাস পরিষ্কার’
নিমরত জানিয়েছেন কীভাবে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে রটা গুজব সামলান। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেই একটি অ্যামিবার মতো যা যে কোনও সময়, যে কোনও জায়গায়, যে কোনও অঞ্চল থেকে বৃদ্ধি পায়- সঙ্গত কারণেই হোক বা না হোক। জীবন কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমার ফোকাস খুব পরিষ্কার। সোশ্যাল মিডিয়ার জন্য মুম্বই আসিনি আমি, সেই সময় এসব ছিল না। তখন স্মার্ট ফোনও ছিল না’। নিমরত আরও বলেন, ‘আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হল কাজের সঞ্চয় বাড়ানো, অকেজো জিনিস নয়। আমি আমার জীবন বা সময় নিয়ে আরও ভাল কিছু করতে চাই। আমার বেড়ে ওঠা ও পরিবারের জন্য আমার দুঃখ হয়’। নিমরত আরও বলেন, ‘ওই মানুষগুলোর জন্য আমার খারাপ লাগছে। রাস্তার কোনও মানুষ আপনাকে বাজে কিছু বললে কি আপনার খারাপ লাগবে? সে কষ্ট পাচ্ছে, তার সাহায্য দরকার। জীবনে অনেক কিছু করার আছে, অনেক লম্বা জার্নি। এ সবের জন্য আমার কোনো অবসর সময় নেই। ’

নিমরতের সিনেমা নিয়ে কথা বলতে গেলে, তাকে লাস্ট স্কাই ফোর্স এবং কুল ছবিতে দেখা গেছে।