রণদীপ ৫০০টিরও বেশি গাছ লাগালেন

Spread the love

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আরও একবার পরিবেশকে রক্ষা করার দায়িত্বে ব্রতী হলেন অনেকে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই দিন বহু মানুষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন, এই বছর প্রায় ৫০০টির বেশি গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন বলি অভিনেতা রণদীপ হুডা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রণদীপ স্ত্রী লিন লাইশরামের সঙ্গে মধ্যপ্রদেশের বিখ্যাত কানহা জাতীয় উদ্যানের কাছে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে একত্রিত হয়ে গাছ লাগানোর কর্মসূচি পালন করলেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কানহা জাতীয় উদ্যানটি চিতাবাঘ, হরিণ, কৃষ্ণসার হরিণ, বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী এবং বিরল প্রজাতির গাছের আবাসস্থল।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রণদীপ। তিনি লেখেন, ‘বিশ্ব পরিবেশ দিবস শুধুমাত্র ক্যালেন্ডারে একটি তারিখ নয়, এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কতটা ক্ষতি করছি। প্রকৃতি আমাদের যা দেয়, তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’

রণদীপ আরও লেখেন, ‘বনভূমি আমাদের পৃথিবীর ফুসফুস। গাছ না থাকলে আমাদের জীবন সংকট হবে। আমরা যদি এইভাবেই জীব বৈচিত্র্যকে নষ্ট করতে থাকি তাহলে আগামী দিনে আমরাই বিপদে পড়বো। বন এবং বন্যপ্রাণী, এই দুইয়ের সংরক্ষণের জন্য আমাদের এগিয়ে আসতে হবে।’

সবশেষে অভিনেতা লেখেন, ‘একটি গাছ লাগানো একটি ছোট্ট কাজ বলে মনে হতে পারে কিন্তু সকলে মিলে যদি এই কাজ করি তাহলে আগামী দিনে প্রকৃতি সুজলা সুফলা হয়ে উঠবে। আমি এবং আমার স্ত্রী পরিবেশ রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। মনে রাখতে হবে, প্রকৃতির আমাদের প্রয়োজন নেই বরং আমাদের প্রকৃতিকে প্রয়োজন।’

প্রসঙ্গত, সানি দেওলের বিপরীতে ‘জাত’ সিনেমায় অসাধারণ অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন রণদীপ হুডা। গত ১০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *