রণবীর- যশের জুটি দেখে আপ্লুত ভক্তরা

Spread the love

২০২৩ সালে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ যখন মুক্তি পায় তখন অনেকেই বলেছিলেন, মহাকাব্য নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন পরিচালক। এরপরেই যখন নিতেশ তিওয়ারি ‘রামায়ণ’ ছবি তৈরীর ঘোষণা করেন তখন অনেকেই ভেবেছিলেন হয়তো আদিপুরুষ ছবিরই পুনরাবৃত্তি হতে চলেছে আবার। কিন্তু সেই ভুল ভেঙে গেল ‘রামায়ণ’ ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই।

বৃহস্পতিবার অর্থাৎ ৩ জুলাই রণবীর কাপুর, যশ, সাঁই পল্লবী এবং সানি দেওল অভিনীত রামায়ণ ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এই ছবিতে রণবীর এবং যশের প্রথম লুক দেখেই মুগ্ধ হয়েছে নেট দুনিয়ার বাসিন্দারা। শুরু হয়ে গিয়েছে আদি পুরুষের সঙ্গে তুলনা। শেয়ার করা হয়েছে, মজাদার মিম। হবেই নাই বা কেন?

রঘুনন্দন বেশে নিজেকে সকলের সামনে মেলে ধরার জন্য তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। গত কয়েক মাসে মদ্যপান থেকে মাংস সবকিছুই ছেড়েছিলেন তিনি। নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন রাম চরিত্রের কাছে। সেই কঠোর পরিশ্রম যে একেবারে বৃথা যায়নি, তা ছবির লুক প্রকাশ হতেই প্রমাণিত হয়ে যায়।

তবে শুধু রণবীর একা নয়, ছবিতে ইতিমধ্যেই রাবণ ওরফে যশকে দেখেও মুগ্ধ হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। রামায়ণ ছবির প্রথম লুক X হ্যান্ডেলে শেয়ার করে একজন লেখেন, এতদিন এই রামায়ণের জন্যই অপেক্ষা করছিলাম। মানুষ আদিপুরুষকে এবার ভুলে যাবে। পরিচালক যে কতটা যত্ন নিয়েছেন তা বোঝাই যাচ্ছে।

অন্য একজন লিখেছেন, ‘আদিপুরুষ যে ক্ষতি করে দিয়েছিল তা পূরণ করবে এই ছবিটি।’ অন্য একজন আবার পল্লবীর অনুপস্থিতির প্রশ্ন তুলে লিখেছেন, ‘সীতা মা এখানে নেই কেন? ওঁকেও দেখানো উচিত ছিল।’ সঙ্গীতের প্রশংসা করে একজন লিখেছেন, ‘হ্যান্স জিমার ও এ আর রহমানের সঙ্গীত সত্যি অসাধারণ।’

প্রসঙ্গত, ‘রামায়ণ’ নিয়ে পরিচালক আগেই কথা দিয়েছিলেন এই ছবিটি কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে না। সেই কথাই সত্যিই হতে চলেছে এবার। চলতি বছরের মধ্যেই দুটি পর্বের কাজই শেষ করে ফেলতে চাইছেন পরিচালক কারণ ২০২৬ সালের দীপাবলিতে প্রথম পর্ব এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *