রথে পুরী যাত্রা নিয়ে কি দাবি করলেন বিজেপি বিধায়ক?

Spread the love

দিঘাতে সম্প্রতি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছে। তবে জগন্নাথ মন্দির মানে সকলের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা নিঃসন্দেহে পুরী। রথযাত্রায় প্রতি বছরই প্রচুর ভিড় হয় পুরীতে। বাংলা থেকেও হাজার হাজার ভক্ত যান পুরীতে রথের সময়। একেবারে ঠাঁই নেই অবস্থা হয়। তবে সেই ভক্তদের যাতায়াতের ক্ষেত্রে যাতে আরও সুবিধা হয় সেকারণে বিশেষ ট্রেন চালানোর দাবি তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

উত্তর পূর্ব রেলের এরিয়া ম্যানেজারের কাছে এই দাবিপত্র তুলে দেন বিধায়ক। শিলিগুড়ি থেকে পুরী পর্যন্ত সরাসরি ট্রেন চালানোর দাবি তিনি করেছেন। প্রসঙ্গত বর্তমানে শিলিগুড়ি থেকে সরাসরি পুরী যাওয়ার কোনও ট্রেন নেই। তবে অসম থেকে পুরী যাওয়ার দুটি ট্রেন রয়েছে। গুয়াহাটি পুরী এক্সপ্রেস ও কামাখ্য়া পুরী এক্সপ্রেস। কিন্তু সেই ট্রেনও সপ্তাহে দুদিন চলাচল করে। সেক্ষেত্রে যদি রথযাত্রার আগে বিশেষ ট্রেন ছাড়ে শিলিগুড়ি থেকে তবে তাতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।

বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, এনজেপি থেকে পুরী পর্যন্ত স্পেশাল ট্রেনের দাবি আমরা জানিয়েছি। রথযাত্রার বিশেষ বিশেষ দিনে যেমন রথযাত্রা ২৭শে জুন ও উলটো রথ ৫ জুলাই। এক্ষেত্রে স্পেশাল ট্রেনের ব্যবস্থা যাতে করা হয় সেকথা আমরা বলছি। অসংখ্য মানুষ পুরীর রথযাত্রায় জগন্নাথ মন্দিরে যান। এই মানুষের যাতায়াতের যাতে সুব্যবস্থা করা যায় সেকারণে এরিয়া ম্যানেজারের কাছে আমরা চিঠি দিয়েছি। আমি আশা করছি রেল নিশ্চিত ভাবে সদর্থক ভূমিকা নেবে। এরপর অন্যান্য রেল আধিকারিকদের কাছেও চিঠি পাঠাব। আমি আশা করছি রেল এনিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে।

এনজেপি থেকে স্পেশাল ট্রেন পুরী পর্যন্ত চালানোর দাবি করছেন বিজেপি বিধায়ক। মূলত রথের সময় যাতে উত্তরবঙ্গ থেকে ভক্তরা সহজেই পুরীতে যেতে পারেন সেকারণেই এই দাবি জানানো হয়েছে। এবার রেল কর্তৃপক্ষ এই দাবি পূরণ করে কি না সেটাই দেখার।

এদিকে দিঘাতেও তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ মন্দির। সেই মন্দিরে যাতে ভক্তরা সহজেই যেতে পারেন সেকারণে ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে দিঘা পর্যন্ত ভলভো বাস চালানো হচ্ছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৬টি ভলভো বাসের সূচনা করেছেন সম্প্রতি। আর এবার এনজেপি থেকে পুরী পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর দাবি করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তবে এই ট্রেন চালানো হলে কতজন দিঘায় যান আর কতজন যাবেন পুরীতে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *