রবিবারও পুলিশি তলবে হাজিরা দিলেন না অনুব্রত

Spread the love

বোলপুর থানার আইসিকে কদর্য গালাগালি দেওয়ার ঘটনায় পুলিশি তলবে দ্বিতীয় দিনও নির্ধারিত সময় অতিক্রম করার পরে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। এদিনও অনুব্রতর হাজিরা ঘিরে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। পুলিশি ব্যারিকেড করে গোটা রাস্তা ছিল নো এন্ট্রি। মোতায়েন ছিল প্রচুর পুলিশকর্মী ও আধিকারিক। তবে বেলা ১১টা পার হলেও এদিনও হাজিরা দেননি অনুব্রত। শোনা যাচ্ছে, সোমবার আদালতে আগাম জামিনের আবেদন করে হাজিরা দিতে পারেন তিনি।

বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কুৎসিৎ গালি দেওয়ার অভিযোগে শুক্রবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ। শনিবার তাঁকে তলব করা হয়। কিন্তু শনিবার হাজিরা দেননি তিনি। রবিবার ফের তাঁকে তলব করা হয়। তার পরই তিনি শেষ পর্যন্ত হাজিরা দেবেন কি না তা নিয়ে শুরু হয় জল্পনা।

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, হাজিরা দেওয়া নিয়ে দোলাচলে রয়েছেন তিনি। হাজিরা দিলেই তাঁর ফোন বাজেয়াপ্ত করতে পারে পুলিশ। এমনকী তাঁকে গ্রেফতারও করতে পারে। সেক্ষেত্রে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। বিকল্প পথ হিসাবে আদালতে আগাম জামিনের আবেদন জানানোর সুযোগ ছিল অনুব্রতর সামনে। কিন্তু তিনি শুক্রবার এমন সময় তলবের চিঠি হাতে পেয়েছেন যখন আর আদালতে যাওয়া সম্ভব ছিল না। শনি ও রবিবার আদালত বন্ধ। ফলে সোমবারের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে অনুব্রতর আইনজীবীদের একাংশ তাঁকে হাজিরা দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।

রবিবার বেলা গড়ালেও অনুব্রতর নিচুপট্টির বাড়ির সামনে দেখা যায়নি কোনও তৎপরতা। দেখা যায়নি কোনও পুলিশি নিরাপত্তাও। যাতে মনে করা হচ্ছে। রবিবারও সম্ভবত হাজিরা এড়াবেন তৃণমূলনেত্রীর স্নেহধন্য কেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *