রবিবারের তুলনায় সোমবার অনেকটাই কমল অজয়ের ছবির দৌড়ের গতি কমল

Spread the love

বলিউড অভিনেতা অজয় দেবগনের বিস্ফোরক ক্রাইম থ্রিলার ছবি ‘রেইড ২’ দর্শকদের কাছ থেকে শুরু থেকেই এই ছবি বেশ ভালোবাসা পাচ্ছে। ২০২৫ সালের ১ মে Raid 2 প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যে ছবিতে খলনায়কের ভূমিকায় বেশ প্রশংসা পাচ্ছেন রীতেশ দেশমুখ। ‘রেড ২’ সমালোচকদের কাছ থেকেও দারুণ রিভিউ পেয়েছে। আবার বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। এটা অজয়ের ২০১৮ সালের ছবি রেইডের সিক্যুয়েল, যেটা কিনা বক্স অফিসে হিট হয়েছিল। ছবিটি মুক্তির পর কেটে গেছে ১২ দিন। এরই মধ্যে সামনে এসেছে ‘রেড ২’-এর সোমবারের কালেকশন। তাহলে আসুন জেনে নেওয়া যাক বক্স অফিসে এটা কত আয় করেছে।

১ মে উদ্বোধনী দিনে ‘রেড ২’ র বক্স অফিস কালেকশন ছিল ১৯.২৫ কোটি রুপি। এমন পরিস্থিতিতে এবার এর ১২তম দিনের কালেকশন সামনে এসেছে। ট্রেড ট্র্যাকার Sacnilk.com- প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘রেইড ২’ সোমবার ঘরোয়া বক্স অফিসে ৫ কোটি টাকা আয় করেছে। আর তাই রেইড ২র মোট কালেকশন দাঁড়িয়েছে এখন ১২৫.৭৫ কোটি টাকা। তবে রবিবারের তুলনায় ছবির আয় অনেকটাই পড়েছে।

রেইড-২ বক্স অফিস

চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুক্তির পর থেকে Raid 2র প্রতিদিনের বক্স অফিস কালেকশন…।

ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com এর-তথ্য অনুযায়ী…

১ মে মুক্তি-র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি টাকা।

২ মে মুক্তি-র দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি টাকা।

৩মে মুক্তি-র তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি টাকা।

৪মে মুক্তি-র চতুর্থ দিন (রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি টাকা।

৫ মে মুক্তি-র পঞ্চম দিনে (সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৭.৫ কোটি টাকা।

৬ মে মুক্তি-র ষষ্ঠ দিনে (মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৭ কোটি টাকা।

৭ মে মুক্তি-র সপ্তম দিনে (বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৭৫ কোটি টাকা।

৮ মে মুক্তি-র অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.১৫ কোটি টাকা।

৯মে মুক্তি-র নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি টাকা।

১০ মে মুক্তি-র দশম দিনে (দ্বিতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৮.২৫ কোটি টাকা।

১১ মে মুক্তি-র এগারো দিনে (দ্বিতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ১১.৭৫ কোটি টাকা।

১২ মে মুক্তি-র বারো দিনে (দ্বিতীয় সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি টাকা।

মোট সংগ্রহ- ১২৫.৭৫ কোটি

‘রেইড ২’

গত ২ সপ্তহে রেইড ২ প্রতিদিনই ভালো আয় করছে। বক্স অফিসে এখনও রয়েছে অক্ষয় কুমারের ‘কেশরী ২’ ও সানি দেওলের ‘জাট’, তা সত্ত্বেও এই দুই ছবির চেয়ে ভালো ব্যবসা করছে অজয়ের এই ছবি। মাত্র কয়েকদিনেই ‘রেড ২’ ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। ছবিতে অজয় দেবগন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার অমি পট্টনায়েকের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। একই সঙ্গে খলনায়কের ভূমিকায় থাকা রীতেশ দেশমুখ নিজের কালো টাকা লুকোতে আপ্রাণ চেষ্টা করে যান। এখানে বাণী কাপুরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *