রবিবার অজয়ের ছবির ঘরে কত টাকা ঘরে এল?

Spread the love

বলিউড অভিনেতা অজয় দেবগনের ছবি ‘রেড ২’ বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছে। সিনেমাটি ২০২৫ সালের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও মুক্তির এক মাস পরেও এটি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পাচ্ছে। অজয় ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রীতেশ দেশমুখ ও বাণী কাপুরকে। ‘রেইড ২’ ছবিতে দুই তারকার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এল ‘রেড ২’-এর ৩২তম দিনের পরিসংখ্যান। রবিবারও দারুণ ব্যবসা করেছে এই ছবি। তাহলে আসুন জেনে নেওয়া যাক বক্স অফিসে এই ছবি কত আয় করেছে।

sacnilk.com প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রবিবার দেশিয় বক্সে ১.৬৫ কোটি টাকা আয় করেছে ‘রেইড ২’। এখনও পর্যন্ত এই ছবির মোট সংগ্রহ ১৬৮.৫০ কোটি টাকা।

দেখুন ‘রেইড ২’-এর প্রাত্যহিত কালেকশন

দিন ১ – ১৯.২৫ কোটি

দিন ২- ১২ কোটি

দিন ৩- ১৮ কোটি

দিন ৪- ২২ কোটি

দিন ৫- ৭.৫ কোটি

দিন ৬- ৭ কোটি

দিন ৭- ৪.৭৫ কোটি

দিন ৮- ৫.২৫ কোটি

দিন ৯- ৫.২৫ কোটি

দিন ১০ – ৮.২৫ কোটি

দিন ১১ – ১১.৭৫ কোটি

দিন ১২- ৪.৮৫ কোটি

দিন ১৩- ৪.৫ কোটি

দিন ১৪- ৩.২৫ কোটি

দিন ১৫- ৩.০০ কোটি

দিন ১৬- ৩.০০ কোটি

দিন ১৭- ৪.১৫ কোটি

দিন ১৮- ৫.৬৫ কোটি

দিন ১৯- ১.৮৫ কোটি

দিন ২০- ২.২৫ কোটি

দিন ২১- ১.৭৫ কোটি

দিন ২২- ১.৭৫ কোটি

দিন ২৩ – ১.০০ কোটি

দিন ২৪ – ১.৮৫ কোটি

দিন ২৫- ২.৪ কোটি

দিন ২৬- ০.৭৫ লক্ষ

দিন ২৭- ০.৮৫ লক্ষ

দিন ২৮- ০.৭ লক্ষ

দিন ২৯- ০.৭ লক্ষ

দিন ৩০- ০.৬০ লক্ষ

দিন ৩১- ১.১৫ কোটি

দিন ৩২- ১.৬৫ কোটি (প্রাথমিক প্রতিবেদন)

অর্থাৎ ছবির মোট সংগ্রহ- ১৬৮.৫০ কোটি (প্রাথমিক প্রতিবেদন)

২০১৮ সালে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত ছবি ‘রেইড’-এর সিক্যুয়েল ‘রেইড ২’। এর আগের ছবিটিও যা বক্স অফিসে হিট হয়েছিল। এর সাফল্য দেখে নির্মাতারা ‘রেইড ২’ বানানোর সিদ্ধান্ত নেন আর সেই ছবিও দর্শকদের কাউকে হতাশ করেনি। আপাতত ‘রেইড ২’-এর সামনে দাঁড়িয়ে রাজকুমার রাওয়ের ‘ভুল চুক মাফ’। তা সত্ত্বেও হাল ছাড়েনি অজয়ের ছবি। এমন পরিস্থিতিতে এবার সামনে এসেছে ‘রেইড ২’-এর ৩২তম দিনের পরিসংখ্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *