রবি ঠাকুরের বাড়িতে ভাঙচুর! মোদীকে চিঠি মমতার

Spread the love

রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে বার বার যেতেন বাংলাদেশের সিরাজগঞ্জের সেই বাড়ি। আর সেই বাড়িতে ভাঙচুর হয়েছে বলে খবর। এনিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়(Mamata Banerjee)। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে মোদীকে চিঠি লিখেছেন মমতা। 

মমতা চিঠিতে লিখেছেন, এই ভাঙচুরের ঘটনা কেবলমাত্র অবাক করা নয়, এটা দুর্ভাগ্যজনক। তিনি লিখেছেন, বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরির উপর হামলা। বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী।

মমতা লিখেছেন, গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথার বলার জন্য আমি আপনাকে আর্জি জানাচ্ছি। এই জঘন্য় কাজ যারা করছেন তাদের যাতে তাদের বিচার হয়। ইতিমধ্য়েই অপূরণীয় ক্ষতি হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয় সেজন্য় আন্তর্জাতিকস্তরে প্রতিবাদ হওয়া দরকার। জানিয়েছেন মমতা।

সূত্রের খবর, বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। বাংলাদেশের মিডিয়াতেও তা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ভারত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *