উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার সভাইপুর এলাকার বাসিন্দা এক যুবক। সম্পর্কে জড়িয়েছিলেন পাশের বাড়ির বধূর সঙ্গে! দু’জনে ফোনে কথা হত। লুকিয়ে প্রেমও হত। সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরে। সম্পর্ক থেকে বেরিয়ে আসেন যুবক। আর এই ‘অপরাধেই’ ওই বধূ মেরে তাঁর মাথা ফাটিয়ে দেন বলে অঙিযোগ!
যুবকের দাবি, কোনও কারণে তাঁর প্রেমিকা বধূটি তাঁর উপরে রেগে গিয়েছিলেন। সেই রাগে প্রেমিকের ভাইপোকে কীটনাশক খাইয়ে দিন তিনি! একথা জানাজানি হওয়ার পরই বধূর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন যুবক। জানিয়ে দেন, তিনি আর এই সম্পর্কে থাকবেন না। অভিযোগ, একথা শুনেই চটে যান ওই বধূ। রাতের অন্ধকারে তিনি যুবককে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেন। তাঁর হাতে ব্লেড চালিয়ে চামড়া কেটে দেন! এমনকী, যুবকের দাদার বাড়িতে আগুনও লাগিয়ে দেন ওই বধূ। যুবকের পরিবারের সদস্যদের খুন করতে তাঁদের খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেন!

একের পর এইসব ভয়ঙ্কর ঘটনায় ঘাবড়ে যান ওই যুবক। বনগাঁ থানায় গৃহবধূ ওই প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে ওই বধূকে গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ওই বধূর এসব নিয়ে কী বলার আছে, বা আদৌ কিছু বলার আছে কিনা, সেটা জানা যায়নি।