প্যারিস অলিম্পিক গেমসে নতুন ক্রীড়া বিভাগ হিসেবে যুক্ত হয়েছে ব্রেকিং। ব্রেকিং অর্থাৎ ব্রেক ড্যান্সের মেয়েদের বিভাগের ফাইনাল ইতিমধ্যেই হয়ে গিয়েছে।এই বিভাগে প্রথম বর্ষেই দেখা দিল এক চরম বিতর্ক।এই বিভাগে অংশ নিয়েছিলেন আফগানিস্তানের বি-গার্ল মানিজা তালাস। তিনি প্রতিযোগিতার মঞ্চেই রাজনৈতিক স্লোগান দেন। আর তা দিয়েই বাতিল হতে হয়েছে তাঁকে।
নিজের কেপ অর্থাৎ মাথায় যে ফেট্টিটি তালাস বেঁধে এসেছিলেন সেখানেই এই বার্তা লেখা ছিল। তালিবান শাসনে মহিলারা এবং শিশুরা যে অত্যাচারের শিকার হচ্ছেন,তার বিরুদ্ধে মুখ খোলেন তিনি শুক্রবার কোয়ালিফায়ারের ম্যাচের সময়ে এই বার্তাবহ কাপড়টি বেঁধে এসেছিলেন। ফলে তাঁকে বাতিল করা প্রতিযোগিতা থেকে। ২১ বছর বয়সীকে অলিম্পিক গেমসের নিয়ম ভাঙার কারণ দেখিয়ে বাতিল করি হয়। তৃতীয়বার রিফিউজি অলিম্পিক কমিটি অলিম্পিক গেমসে অংশ নিচ্ছে।এবার তাদের ৩৭ জন অ্যাথলিট ১২ টি বিভাগে লড়াই করছে।
বার্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের বি-গার্ল লোগান এদ্রা বলেছেন, ‘পৃথিবীর সব জায়গাতেই অনেক মানুষ সমস্যায় জর্জরিত। পৃথিবীতে তাই এটার (বার্তা) প্রয়োজন রয়েছে।’
ব্রেকিং প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের ইন্ডিয়া সারদিয়োর মুখোমুখি মানিজা তালাস। তিনি আফগানিস্তানের হলেও নেমেছিলেন শরনার্থী দলের হয়ে। আফগানিস্তানের বদলে শরণার্থী অলিম্পিক দলের প্রতিদ্বন্দ্বী হয়ে খেলেছেন মানিজা তালাস। তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান ছেড়ে দুই বছর আগেই তিনি পাড়ি জমিয়েছেন স্পেনে।এদিন প্রতিযোগিতার মঞ্চে তিনি নীল রঙের এক টুকরো কাপড় নিয়ে আসেন। সেখানে ‘ফ্রি আফগান উইমেন’ প্রিন্ট করে লিখে এনেছিলেন তিনি। যেখান থেকেই সমস্যার সূত্রপাত হয়।