বাস্তব জীবনের গল্প পর্দায় আনার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সূত্রের খবর, মেঘালয়ের বিখ্যাত ও চাঞ্চল্যকর রাজা রঘুবংশী মধুচন্দ্রিমা হত্যা মামলা নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করছেন আমির খান। মনে রাখতে হবে, এই একই মামলায় বিয়ের কয়েকদিন পর মধুচন্দ্রিমা ভ্রমণের সময় স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল সোনম রঘুবংশীর বিরুদ্ধে। টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আমির নিজে এই মামলার প্রতিটি আপডেট এবং বিবরণ নিবিড়ভাবে অনুসরণ করছেন। শুধু তাই নয়, তিনি তার প্রযোজনার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে প্রতিনিয়ত এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং এই মামলা অবলম্বনে একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার ফিল্ম নির্মাণ করছেন।
যদিও আমির খান বা তাঁর প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিত্রনাট্য, কাস্টিং, কলাকুশলী নির্বাচন ইত্যাদি নিয়ে চলছে ব্রেনস্টর্মিং। আমির নিজে এতে অভিনয় করবেন কি না, তাও স্পষ্ট নয়। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে রাজা রঘুবংশী-হানিমুন হত্যা মামলা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। এই মামলার মূল অভিযুক্ত সোনম রঘুবংশী এক মাস ধরে শিলং জেলে রয়েছেন। এ সময় তার পরিবারের কোনো সদস্য তাঁর সঙ্গে দেখা করতে আসেননি বা কারও সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেননি সোনম। বলা হচ্ছে, নিজের কৃতকর্মের জন্য তাঁর কোনও অনুশোচনা নেই এবং কারাগারের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি।
