রাজ্যপালের রিপোর্টের সঙ্গে সহমত পোষণ মমতার

Spread the love

মুর্শিদাবাদ দাঙ্গা পূর্বপরিকল্পিত। রাজ্যপালের রিপোর্টের সঙ্গে সহমত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ২ দিনের মুর্শিদাবাদ সফরে বহরমপুর পৌঁছে সাংবাদিকদের একথা বলেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, হামলা যারা করেছেন তাদের বলব, বাংলা এসব সহ্য করবে না।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত ভয় কীসের? ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন পৌঁছে গেল কী করে? কই মনিপুর, রাজস্থান, বিহার, উড়িষ্যায় তো যাওনি। নোটবন্দির পরের দিনই PayTM এর বিজ্ঞাপন বেরিয়েছিল দেখেছেন? যদি আগে থেকে ঠিক না করা থাকত তাহলে ভোরবেলায় বিজ্ঞাপন বেরলো কী করে? সেই রকম একেবারে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। যারা এই ঘটনায় প্ররোচিত হয়েছেন তাদের আমি বলব এসব কিন্তু বাংলা সহ্য করবে না। আমি দাঙ্গার বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে।’

শনিবার মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো রিপোর্টে রাজ্যপাল সিভি আনন্দ বোস উল্লেখ করেছেন, এই ঘটনা পূর্বপরিকল্পিত। তৃণমূলের একাধিক নেতা সেই রিপোর্টের সমালোচনা করলে এদিন রাজ্যপালের রিপোর্টের সেই অংশের সঙ্গে সহমত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন রাজ্যপালের রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করেছিন তিনি। বহরমপুর যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যপাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর কিছু বলব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *