তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ রীতিমতো কড়া ভাষায় জানিয়েছে, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (তাসম্যাক) সদর দফতরে তল্লাশি চালিয়ে নিজেদের সব সীমা অতিক্রম করেছে কেন্দ্রীয় সংস্থা। লঙ্ঘন করেছে সংবিধান। সেই পরিস্থিতিতে ইডিকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। সেইসঙ্গে হলফনামা পেশেরও নির্দেশ দিয়েছে।
মার্চে ‘রেইড’ চালিয়েছিল ইডি
আর যে মামলায় সুপ্রিম কোর্টে এরকম ভর্ৎসনার মুখে পড়েছে ইডি, সেটার নেপথ্যে আছে গত মার্চে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের সদর দফতরের তল্লাশি অভিযান। অভিযোগ ওঠে যে তাসম্যাকের আধিকারিকরা মদের বোতলের দাম বেশি নিচ্ছেন, টেন্ডারের কারচুপি করছেন এবং ঘুষ নিচ্ছেন। আর তার জেরে ১,০০০ কোটি টাকার বেশি আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে ৬ মার্চ থেকে ৮ মার্চ তাসম্যাকের সদর দফতরে তল্লাশি চালায় ইডি।
ইডির অভিযান বেআইনি, দাবি করেছিল তামিলনাড়ু সরকার
যদিও তামিলনাড়ুর ডিএমকে সরকারের তরফে অভিযোগ করা হয়, ইডি যে তল্লাশি চালিয়েছে, সেটা বেআইনি। নিজের সীমা অতিক্রম করেছে কেন্দ্রীয় সংস্থা। সেই প্রেক্ষিতে ইডির অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মাদ্রাস হাইকোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার। তবে সেখানে খারিজ হয়ে যায় সরকারের আর্জি। তারপর সুপ্রিম কোর্টে পৌঁছায় মামলা। আর সেখানে তুমুল ভর্ৎসিত হয় ইডি।

‘কীভাবে কর্পোরেশনের বিরুদ্ধে এই অপরাধ হতে পারে?’
শুক্রবার শীর্ষ আদালতে মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি গভাই বলেন, ‘কীভাবে কর্পোরেশনের বিরুদ্ধে এই অপরাধ হতে পারে? কর্পোরেশনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা। আপনার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সব সীমা অতিক্রম করে যাচ্ছে।’ সেইসঙ্গে ওই প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
এবার ইডির অপব্যবহার বন্ধ করা উচিত, কটাক্ষ ডিএমকের
আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পরই বিজেপিকে আক্রমণ শানিয়েছে ডিএমকে। তামিলনাড়ুর শাসক দলের সাংগঠনিক সম্পাদক আরএস ভারতী বলেছেন, ‘তামিলনাড়ুতে ২০২১ সালে এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন যে ডিএমকে সরকার ক্ষমতায় বসেছে, তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেটা হজম করতে না পেরে ডিএমকের বদনাম করতে ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর বিজেপি নেতারা যাবতীয় উলটো-পালটটা অভিযোগ করতেন।’
সেইসঙ্গে তিনি দাবি করেছেন, আজ সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিল, সেটার মাধ্যমে তামিলনাড়ুর মানুষের ভাবাবেগ প্রস্ফুটিত হল। এই ঘটনার পরে কেন্দ্রের বিজেপি সরকারের নিদেনপক্ষে ইডির অপব্যবহার বন্ধ করা উচিত বলে দাবি করেন ডিএমকে নেতা। যাঁরা আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচনের পরীক্ষায় নামবেন।