রাজ্যের মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়ল

Spread the love

৩০শে জুনই ছিল রাজ্যের মুখ্য়সচিব পদে মনোজ পন্থের কার্যকালের শেষ দিন। তবে এবার তাঁর কার্যকালের মেয়াদ কিছুটা বাড়ল। প্রসঙ্গত ২০২৪ সালের অগস্ট মাসের শেষের দিকে তিনি মুখ্যসচিব পদে বসেছিলেন। তাঁর সময়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি হয়েছে রাজ্যে।

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের কার্যকালের মেয়াদ বাড়ল। রাজ্য যে প্রস্তাব দিয়েছিল তাতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আরও মাস ছয়েকের জন্য মুখ্যসচিব পদে থাকতে পারবেন মনোজ পন্থ।

আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত তিনি এই মুখ্যসচিব পদে তাঁর কাজ চালিয়ে যেতে পারবেন। ১৯৯১ সালের ব্যাচের আইএএস অফিসার। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি। এর আগে তিনি অর্থ দফতরের দায়িত্ব সামলাতেন। একটা সময় বিশ্বব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত গত কয়েক বছর একাধিক ঘটনার জেরে বার বারই সমস্যায় পড়েছে রাজ্য সরকার। একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে বিশেষত আরজিকর আন্দোলনের সময়। কিন্তু প্রায় সবকটি ক্ষেত্রেই আইএএস মনোজ পন্থ বেশ দক্ষতার সঙ্গেই সমস্যাগুলির মোকাবিলা করেছেন। তিনি আরও ৬ মাসের জন্য রাজ্যের মুখ্য়সচিবের দায়িত্বে থাকবেন। আপাতত তিনি আগামী ডিসেম্বর মাস পর্যন্ত থাকছেন রাজ্যের মুখ্যসচিব পদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *