রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন শমীক

Spread the love

মাঝে আর একটা দিন। তার পরই বৃহস্পতিবার ঘোষণা করা হবে রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম। আর বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির পদে কে বসবেন এই নিয়ে যখন দলের অন্দরে ও বাইরে জল্পনা তুঙ্গে তখনই দলের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দিল্লি সফরে ছবি অনেকটা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের দাবি, রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন শমীকবাবুই।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। বিজেপির এক ব্যক্তি এক পদ নিয়ম মেনে রাজ্য সভাপতির পদ ছেড়ে দিতে চান তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তিনি এখনও সেই দায়িত্ব সামলে যাচ্ছেন। এর মধ্যে বিভিন্ন সময় রাজ্য বিজেপির সভাপতি বদল নিয়ে জল্পনা ছড়িয়েছে। কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি দল।

গত শনিবার রাজে এক দলীয় কর্মসূচিতে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসল জানান ২ জুলাই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের মনোনয়ন হবে। আর ৩ জুলাই হবে নাম ঘোষণা। এর পরই উঠে আসে ৩ জনের নাম। তাদের মধ্যে সবার আগে ছিলেন শমীক ভট্টাচার্য। এছাড়া জ্যোতির্ময় সিং মাহাতো ও অগ্নিমিত্রা পালের নামও শোনা যায়। এরই মধ্যে সোমবার দিল্লি যান শমীক।

জানা যায়, সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। কিন্তু বেলা বাড়লে দিল্লি থেকে খবর আসে বিজেপি সভাপতি জেপি নড্ডার বাসভবনে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানে হাজির রয়েছেন বিজেপি নেতা রবিশংকর প্রসাদ। যিনি পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত। এর পর আর দুয়ে দুয়ে চার করতে দেরি হয়নি।

সূত্রের খবর, সব ঠিক থাকলে বুধবার মনোনয়ন পেশ করবেন শমীকবাবু একাই। বৃহস্পতিবার পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *