রাতের রাস্তায় পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা ট্রাকের! মৃত্যু SI

Spread the love

পুলিশের টহল চলাকালীন গভীর রাতে জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা টহলদারি গাড়িতে সজোরে ধাক্কা মারল ট্রাক। তার জেরে প্রাণ হারালেন এক সাব-ইন্সপেক্টর ও এক ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের (এনভিএফ) সদস্য। একই সঙ্গে গুরুতর জখম হয়েছেন এক কনস্টেবল। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অধীনে ১১৬ নম্বর জাতীয় সড়কের গাড়ুঘাটা বাসস্ট্যান্ডের কাছে। মৃত সাব ইন্সপেক্টরের নাম জয়ন্ত ঘোষাল ও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের সদস্য শেখ সাহনার ওরফে গোলাম।

জানা যাচ্ছে, পুলিশের একটি টহলদারি গাড়ি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। সেই গাড়ির ভিতরেই ছিলেন জয়ন্ত ঘোষাল এবং অন্যান্য পুলিশ সদস্যরা। হঠাৎ করে হলদিয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িটিতে। ধাক্কার তীব্রতায় গাড়িটি ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গেই খবর যায় থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাঠানো হয় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জয়ন্ত ঘোষাল ও শেখ সাহনারকে মৃত বলে ঘোষণা করেন। আহত কনস্টেবল স্বপন দাসের চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে, চালক গাড়ির বাইরে থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য। এদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ ধাওয়া করে ট্রাকটি ও চালককে আটক করে। ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। মহিষাদল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকটি কী কারণে নিয়ন্ত্রণ হারাল এবং চালকের বিরুদ্ধে কোন ধারায় মামলা হবে, তা নিয়েও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে, সাব-ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল দীর্ঘদিন ধরেই মহিষাদল থানায় কর্মরত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কর্তব্যরত অবস্থায় দুই নিরাপত্তারক্ষীর মৃত্যুতে প্রশ্ন উঠছে টহলদারির নিরাপত্তা নিয়েও। মৃতদের পরিবারকে যথাযথ সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *