রাশিয়ার শত্রু ও বন্ধু দেশের তালিকায় বড় পরিবর্তন

Spread the love

রাশিয়ার সবচেয়ে বড় শত্রুর তালিকা থেকে সরে গেল যুক্তরাষ্ট্রের নাম। তার বদলে এখন জায়গা করে নিয়েছে জার্মানি। দীর্ঘ ১৩ বছর পর এই তালিকায় বড় পরিবর্তন এনেছে লেভাদা সেন্টারের এক জরিপ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একের পর এক মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। বারাক ওবামার সময়ে ক্রিমিয়া দখল, ট্রাম্পের সময় রুশ হস্তক্ষেপের অভিযোগ, আর বাইডেনের নেতৃত্বে সরাসরি ঘাতক আখ্যা ও ইউক্রেন যুদ্ধ ঘিরে কঠোর অবস্থান। প্রশাসন বদলালেও পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত থেকেই গেছে ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে।

এবার দিন বদলের সঙ্গে পালাক্রমে বদলেছে সম্পর্কের অনুপাত। রাশিয়ার সবচেয়ে বড় শত্রুর তালিকা থেকে সরে গেল যুক্তরাষ্ট্রের নাম। লেভাদা সেন্টারের জরিপ বলছে, মাত্র ৪০ শতাংশ রুশ এখন যুক্তরাষ্ট্রকে প্রধান শত্রু মনে করে।

গত বছরের তুলনায় যা ৩৬ শতাংশ কম। এই পরিবর্তনের পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এবং ইউক্রেন যুদ্ধ ইস্যুতে হোয়াইট হাউজের কূটনৈতিক উদ্যোগকে কারণ হিসেবে দেখছে সংস্থাটি।

জরিপ অনুযায়ী, এখন সবচেয়ে বড় শত্রু দেশ হিসেবে রাশিয়ার ৫৬ শতাংশরে চোখে জার্মানি। এরপরই ৪৯ শতাংশের চোখে যুক্তরাজ্য এবং ৪৩ শতাংশের কাছে ইউক্রেন।

২০২২ সালের আগে জার্মানিকে শত্রু মনে করত মাত্র ১৬ শতাংশ রুশ। কিন্তু চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ দায়িত্ব নেয়ার পর ইউক্রেনকে অস্ত্র সহায়তা বাড়ানো এবং মস্কোর অভ্যন্তরে হামলার সক্ষমতা রাখে এমন ক্ষেপণাস্ত্র সরবরাহের হুমকি পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, জার্মানি এখন যুদ্ধের সরাসরি অংশীদার। আর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে তারা আবারও ধ্বংসের দিকে হাঁটছে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জরিপে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উঠে এসেছে বেলারুশ, চীন, কাজাখস্তান, ভারত এবং উত্তর কোরিয়ার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *