রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া ন্যাটোর

Spread the love

রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার বুলগেরিয়ার কোরেন অঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।আন্তঃদেশীয় সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, রোমানিয়া ও বুলগেরিয়ার অংশগ্রহণে এই অনুশীলন হয়। ‘বাল্কান সেনটিনেল ২৫’ নামে এই লাইভ-ফায়ার মহড়ায় ট্যাংক, রকেট লঞ্চার ও ড্রোনের সমন্বয়ে যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র তৈরি করা হয়। 

স্থানীয় সময় সোমবার ও মঙ্গলবার বুলগেরিয়ার কোরেন অঞ্চলে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলে ন্যাটোর চার সদস্য বুলগেরিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি ও রোমানিয়া। সাঁজোয়া যান, ট্যাংক, রকেট লঞ্চার ও ড্রোনসহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র ব্যবহার হয় মহড়াতে।

‘বাল্কান সেনটিনেল ২৫’ নামে এই লাইভ-ফায়ার মহড়ায় মাঠে মোতায়েন ছিল বুলগেরিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনী, যুক্তরাষ্ট্রের সাঁজোয়া যান, ইতালির মাল্টিন্যাশনাল ব্যাটল গ্রুপ এবং রোমানিয়ার মেকানাইজড প্লাটুন। সবার লক্ষ্য একটাই যৌথ কমান্ড, ফটওয়্যার ও তথ্যব্যবস্থার সমন্বয়ে যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করা। 

বুলগেরিয়ার প্রতিরক্ষা প্রধান জানান, চার দেশের সমন্বয়ে এই জটিল মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বলেন, এটি একটি জটিল ও কঠিন কাজ, এর জন্য প্রচুর পরিশ্রম দরকার। তবে সেনাবাহিনী যেভাবে কাজ করেছে, তাতে আমি সন্তুষ্ট। সবাইকে অভিনন্দন।

মহড়া শেষে স্নাইপার, ড্রোনসহ অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়। প্রশংসা কুড়ান অংশগ্রহণকারী সেনারাও। এতে অংশগ্রহণকারী সেনারা বাস্তব যুদ্ধের মতো অভিজ্ঞতা অর্জনের সুযোগের পাশাপাশি যৌথ অভিযানে আন্তঃদেশীয় সমন্বয় দক্ষতা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। 

তারা জানান, এই মহড়া ন্যাটোর সদস্যদের মধ্যে পারস্পরিক সামরিক প্রস্তুতি ও সহযোগিতা বৃদ্ধির একটি অংশ। সেইসঙ্গে এটিকে ‘ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি’ বলে জানায় বুলগেরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *