রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলের হামলায় নিহত দুই গণমাধ্যমকর্মী

Spread the love

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। ইসরাইলি বাহিনী তেহরানের আইআরআইবি কম্পাউন্ডে হামলা চালায়। এতে হঠাৎ করেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ একটি সতর্কবার্তা জারি করে বলেন, ‘ইরানের প্রচারণা এবং উস্কানিমূলক মুখপত্রটি অদৃশ্য হওয়ার পথে।’ 

এরপরই হামলাটি চালানো হয়।


দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, নিহতদের নাম নিমা রজবপুর এবং মাসুমেহ আজিমি। রজবপুর একজন সংবাদ সম্পাদক ছিলেন এবং আজিমি আইআরআইবি সম্প্রচারকের সচিবালয়ের একজন কর্মচারী ছিলেন।


এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, ‘ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এবং রেডিও অদৃশ্য হতে চলেছে বলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার খবর এলো।’


ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *