রাস্তায় গাড়ি এসে ধাক্কা দিল সোনু নিগমকে

Spread the love

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন গায়ক সোনু নিগম(Sonu Nigam)। গাড়িতে ধাক্কা খেতে খেতে একটুর জন্য রক্ষা পেলেন তিনি। কী হয়েছে গায়কের সঙ্গে? খোলসা করা বলা যাক। সোনু সম্প্রতি মুম্বইয়ে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে একটি গাড়ি তাঁর সামনে এসে পড়ে, তবে খুব অল্পের জন্য রক্ষা পান তিনি। এই ঘটনায় বেশ হতবাক হন গায়ক, তা গায়কের মুখভঙ্গি দেখেই বোঝা যায়। সেই মুহূর্ত একটি ভিডিয়োয়ও বর্তমানে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোমবার রাতে, সোনু মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান। ওই রেস্তোরাঁয় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গায়ককে ক্যামেরার সামনে হাসি মুখে দেখা যায়। তারপর গায়ক তাঁর দেহরক্ষীদের সঙ্গে গাড়ি থেকে নেমে এগিয়ে যেতে থাকেন। আর তখনই ঘটে বিপত্তি। গায়কের ঠিক সামনে একটি গাড়ি এসে পড়ে। গাড়িতে সোনুর হালকা ধাক্কাও লাগে, তিনি দ্রুত সরে যায়। তাঁর দেহরক্ষী তাঁকে সাহায্য করার জন্য ছুটে আসেন।এই ঘটনায় গায়ক খুব স্বাভাবিক ভাবেই হতবাক হয়ে পড়েন কারণ আর একটু হলে আঘাত গুরুতর হতে পারত, বড় কোনও কান্ড ঘটতে পারত। তাঁকে বেশ অবাক হয়েই ড্রাইভারের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, তারপর তিনি শান্ত হন এবং এগিয়ে গিয়ে তাঁর বন্ধুকে জড়িয়ে ধরেন।

ভিডিয়োয় দেখা গিয়েছে সোনুর পরনে ছিল কালো শার্ট, ম্যাচিং ট্র্যাক প্যান্ট এবং লাল স্নিকার্স। গায়কের জন্য অপেক্ষা করছিলেন যাঁরা, তাঁরা এই ঘটনার পর সোনু ঠিক আছেন কিনা, তা তাঁর থেকে জানতে চান। তখন তিনি বলেন, ‘আমি ঠিক আছি।’

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে একটি কনসার্টে কন্নড় গান গাইতে রাজি না হওয়ায় একটি বিতর্কে জড়িয়ে পড়েন গায়ক। তাঁকে কন্নড় গান গাইতে বলা হলে, সেই ঘটনাকে তিনি পহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনাও করেন। পড়ে অবশ্য এই প্রসঙ্গে একটি ভিডিয়োয়ও দেন সোনু। তবে এর জন্য তাঁকে চরম সমালোচনার মুখে পড়তে হয়। কন্নড় সঙ্গীত জগৎ এবং কর্ণাটকের জনগণ তীব্র প্রতিক্রিয়া জানায় এই ঘটনায়। তাঁর বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *