রাস্তার ধারে গাছ লাগাল জলপাইগুড়ির ছাত্রীরা

Spread the love

শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। তাতে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে একাধিক জেলার বহু পড়ুয়া। যদিও পাশের হারের নিরিখে অন্যান্য জেলার থেকে পিছিয়ে রয়েছে জলপাইগুড়ি। তবে পরীক্ষায় সফল হতেই অভিনব উদ্যোগ নিল এই জেলার একটি স্কুলের পড়ুয়ারা। সাফল্যকে স্মৃতি হিসেবে ধরে রাখতে মাধ্যমিকের সফল ছাত্রীরা গাছ লাগাল রাস্তার ধারে। এমনই অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ির মোহিতনগর কলোনি তারাপ্রসাদ গার্লস হাইস্কুলের ছাত্রীরা।

জানা গিয়েছে, এ বছর স্কুল থেকে মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রীরা রাস্তার ধারে গাছ লাগায়। ছাত্রীরাই ওই গাছগুলি পরিচর্যা করবে। জানা গিয়েছে, স্কুলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন জানিয়েছেন, এই স্কুলে মাধ্যমিকের ফল ভালো হয়েছে। অধিকাংশ ছাত্রীই উত্তীর্ণ হয়েছে। এই স্কুলে এবার মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর হল ৮২ শতাংশ। তিনি জানান, এবছর স্কুল থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া ছাত্রীরা রাস্তার পাশে গাছ লাগিয়েছে। স্কুলের সামনের রাস্তার পাশে প্রত্যেকে একটি করে গাছ লাগিয়েছে। এরপর সেই গাছগুলি ছাত্রীরা নিজেরাই পরিচর্যা করবে। গাছগুলি বড় হয়ে উঠলে সেগুলি ছাত্রীদের স্মৃতি হয়ে থেকে যাবে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, এবছর থেকে এই উদ্যোগ শুরু হয়েছে। এভাবে প্রতি বছর উত্তীর্ণ ছাত্রীরা মাধ্যমিকে গাছ লাগাবে। প্রধান শিক্ষিকার কথায়, পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই অভিনব উদ্যোগ। এছাড়াও রাস্তার ধারে গাছের ছায়ায় রোদে পথচারীদের কষ্ট কমবে। সেই সব কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

উল্লেখ্য, শুক্রবার সকালে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছেন। এবছরের মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষে ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। এবছর মাধ্যমিকের পাশের হার ৮৬.৫৭ শতাংশ। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৬৬ জন। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পং এবং তৃতীয় স্থানে কলকাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *