রাস্তার মধ্যে বেধড়ক মার স্বরলিপির মাকে

Spread the love

একটা সময় ছোট পর্দার অতি পরিচিত মুখ ছিলেন তিনি। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। কিন্তু বর্তমানে মেয়েকে মানুষ করার জন্য, ব্যবসায় সম্পূর্ণ মনোনিবেশ করার জন্য লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে তিনি। আর এ হেন অভিনেত্রী এবং তাঁর মায়ের উপর এদিন হামলা চালানো হল! কিন্তু কেন?

কী ঘটেছে?

এদিন স্বরলিপি সুমিতা সামন্ত নামক এক মহিলার পোস্ট শেয়ার করেন যেখানে তুলে ধরা হয়েছে যে এদিন কে বা কারা কেন স্বরলিপি এবং তাঁর মায়ের উপর আক্রমণ চালিয়েছেন। সঙ্গে রয়েছে একটি ছবিও। সেখানে দেখা যাচ্ছে স্বরলিপির মায়ের গালে বড় বড় নখের আঁচড়। গভীর হয়ে কেটে গিয়েছে তাঁর গাল। এদিন এই পোস্টে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘কাল আবারও এক নতুন ধরনের আক্রমণের সম্মুখীন হলাম।’

সেই পোস্ট থেকেই জানা যায় স্বরলিপির মায়ের একটি জায়গা জমি নিয়েই সমস্যার উৎপত্তি। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। মাকে নিয়ে কোনও মতে সেই জায়গা ছেড়ে বেরোতে সক্ষম হন অভিনেত্রী। কিন্তু এই ঘটনায় যারপরনাই অসুস্থ হয়ে পড়েন স্বরলিপির মা। মারমুখী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাত থেকে মাকে বাঁচিয়ে কোনও মতে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন তাঁরা। খবর দেন বন্ধুদের।

পুলিশে কাছে সাহায্য চাইতে গেলে নাকি তাঁদের পুলিশ সাহায্য করে না, এমনটাই দাবি করা হয়েছে এই পোস্টে। যদিও ফেসবুকের পাতায় গোটা ঘটনার বিবরণ দেওয়ার পর পুলিশি সহায়তা তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন। বর্তমানে অভিনেত্রী নিজে তো বটেই, তাঁর মাও সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন। যদিও সেদিন বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই তাঁর ধারণা।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, স্বরলিপি অতীতেও তাঁর ব্যবসার কারণে নানা সমস্যায় পড়েছেন। তবুও তিনি হাল ছাড়েননি। নিজে একা হাতে সংসারের পাশাপাশি ব্যবসাটাও দাঁড় করিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *