রাহানের হাতের স্ক্যান করা হবে! তাহলে কি নাইট ক্যাপ্টেনের চোট গুরুতর? 

Spread the love

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের পরে যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে DC -র ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের সঙ্গে হাত মেলাতে গেলেন, তখন এক অবাক করা ছবি ধরা পড়ল। আসলে ক্যাপ্টেনরা একে অপরের সঙ্গে উল্টো হাতে হাত মেলান। আর তাদের দুজনের হাতেই মোটা ব্যান্ডেজ দেওয়া ছিল। এর কারণ হল এই ম্য়াচে দুজনেই চোট পয়েছিলেন। তবে দুজনের চোট কতটা গুরুত্ব? ম্য়াচের পরে অক্ষর প্য়াটেল বলেছিলেন তাঁর চোট ততটা গুরুতর নয়। তবে এখন রাহানের চোট নিয়ে প্রশ্ন উঠছে।

১৪ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ম্যাচ চলাকালীন চোট পান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে। চোটের গুরুত্ব এখনও পুরোপুরি জানা যায়নি। ইএসপিএনক্রিকইনফোর এক রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির মেডিক্যাল টিম বুধবার সকালেই রাহানেকে পরীক্ষা করে দেখবে।

দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের প্রথম বলেই ঘটে দুর্ঘটনাটি। আন্দ্রে রাসেলের বলে ফ্যাফ ডু প্লেসি কভার অঞ্চলের দিকে একটি শট খেলেন। শর্ট কভারে দাঁড়িয়ে থাকা রাহানের হাতে এসে লাগে বলটি। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে চিকিৎসা নিতে যান তিনি এবং এরপর আর মাঠে ফেরেননি। তাঁর ডান হাত তখনই ভারীভাবে ব্যান্ডেজ করা অবস্থায় দেখা যায়।

রাহানের না-থাকায় অধিনায়কের দায়িত্ব নেন অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন। সেই সময় বদলি খেলোয়াড় হিসেবে বেঙ্কটেশ আইয়ারকে সরিয়ে নামানো হয় বৈভব অরোরাকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অজিঙ্কা রাহানে বলেন, ‘খুব একটা খারাপ নয়। আমি ঠিক হয়ে যাব। চিন্তার কিছু নেই।’

তবে নিশ্চিতভাবে কিছু জানার জন্য কেকেআরের মেডিক্যাল টিমের চিকিৎসক প্রশান্ত পাঞ্চাদা বুধবার সকালে রাহানের হাতে স্ক্যান করাবেন বলে জানা গিয়েছে। দলের এক মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে চোট গুরুতর বলে মনে হচ্ছে না।’

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রাহানে, তবে ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেন দ্বন্দ্বে পিছিয়ে পড়েন তিনি। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলের একটি লেগ-সাইড স্লাইডার বল সোজা গিয়ে লাগে রাহানের প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন ২৬ রান (১৪ বল) করে।

তাঁর আউটের পর দলকে সামাল দেন অংকৃষ রঘুবংশী (৪৪) এবং রিঙ্কু সিং (৩৬)। তাঁদের জুটিতে ভর করেই কলকাতা তোলে ২০ ওভারে ২০৪/৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে ফ্যাফ ডু প্লেসি (৬২), অক্ষর প্যাটেল (৪৩) ও বিপ্রাজ নিগম (৩৮) লড়াই দিলেও তা যথেষ্ট ছিল না।

ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে অধিনায়ক রাহানে চিহ্নিত করেন নারিনের শেষ দুই ওভারকে। রাহানে বলেন, ‘এই উইকেটে ২০৪ যথেষ্ট হলেও আমি মনে করি আমরা অন্তত ১৫ রান কম করেছিলাম। তবে জানি, এমন রান তাড়া করতে গেলে কয়েকটা উইকেট পড়লেই চাপে পড়ে যায় ব্যাটিং দল, সেটাই হয়েছে।’

বর্তমানে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে রাহানে মনে করেন, এখনও শেষ কিছু হয়নি। তিনি বলেন, ‘২০২১ সালেও আমরা শেষদিকে জয় পেয়ে প্লে-অফে উঠেছিলাম। তবে ওটা অতীত। এখন আমাদের ফোকাস রাখতে হবে বর্তমানেই। এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতেই হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *