বাংলাদেশ মানেই চোখের সামনে যে সব ছবিগুলো ভেসে ওঠে তার মধ্য়ে অন্যতম হল রিকশা। ঢাকা শহর জুড়ে একেবারে থিকথিক করছে রিকশা। তবে এবার বাংলাদেশের কারিগরি বিশ্ববিদ্যালয়( বুয়েট) রিকশার নতুন ডিজাইন করেছে বলে খবর। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) জানিয়েছে, তারা নতুন নকশা বা মডেলের রিকশা ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দেবে। সেক্ষেত্রে পুরনো মডেলের রিকশা ধাপে ধাপে তুলে নেওয়া হতে পারে ঢাকার রাস্তা থেকে।
ই রিকশার নতুন ডিজাইনকে ঘিরে বিরাট উচ্ছাস বাংলাদেশে। প্রথম আলোর প্রতিবেদনে জানা গিয়েছে, বর্তমানে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা রয়েছে। কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রেই নিয়ম কানুন মানতে চায় না।

কেমন হবে নতুন ডিজাইনের রিকশা? নতুন রিকশার ব্রেকিং সিস্টেম এখনকার থেকে অনেক ভালো হবে। এই রিকশার তিনটি চাকায় হাইড্রলিক ডিস্ক ব্রেক ও পার্কিং ব্রেক থাকবে। এর জেরে রিকশা নিয়ন্ত্রণ করা সুবিধাজনক হবে। নতুন রিকশায় লুকিং গ্লাস ও ইন্ডিকেটর থাকবে। ছাউনি ও কাঁচের উইন্ডশিল্ড থাকবে। হেডলাইট থাকবে। বেশ আধুনিক হেডলাইট থাকবে এই রিকশায়।এই ধরনের রিকশার দাম হতে পারে প্রায় দেড় লাখ টাকা। এই রিকশার ব্যাটারির জন্য় খরচ হতে পারে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। একবার ব্যাটারি চার্জ দিলে প্রায় ১২০ কিমি পর্যন্ত যেতে পারবে এই রিকশা। খবর প্রতিবেদন অনুসারে।